TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়
Apr 09, 2023 | 4:25 PM
শুধু নায়িকারাই নন, শাড়ি পরে স্ক্রিন কাঁপিয়েছেন বলিউডে (Bollywood)র বেশ কিছু অভিনেতা। হ্য়াঁ, ঠিকই শুনেছেন বড় পর্দায় শাড়ি পরেছেন নায়করাও। কারা রয়েছেন এই তালিকায়?
সম্প্রতি মুক্তি পেয়েছে 'পুস্পা ২'-এর পোস্টার। যাকে ঘিরে দর্শকদের মধ্যে শুরু হয়েছে মাতামাতি। ছবির পোস্টারে দেখা যাচ্ছে অদ্ভুত সাজে সেজেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুণ। তাঁর পরনে রয়েছে শাড়ি।
অক্ষয় কুমারের ছবি 'Laxmi'-তে রুপান্তরকামীর চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। তার পরনে ছিল শাড়ি। এই সম্প্রদায়ের মানুষদের ভাবাবেগে আঘাত করতে চাননি অক্ষয়। তাই সেই সেজেছিলেন সেভাবেই।
আয়ুষ্মান খুরানা তাঁর ছবি 'ড্রিম গার্ল'-এ নানান শাড়িতে অবাক করেছিলেন দর্শকদের। টি-শার্টের উপর শাড়ি পরে বেশ অন্যরকম লুক তৈরি করেছিলেন অভিনেতা।
'জানে তু ইয়া জানে না'ছবির মাধ্যমে বড় পর্দায় হাতে খড়ি হয়েছিল অভিনেতা ঈমরান খানের। এই ছবির একটি গানে লাল শাড়িতে দেখা যায় তাঁকে।
নওয়াজউদ্দিন সিদ্দিকি তাঁর আসন্ন ছবি 'হাড্ডি'-তে রুপান্তরকামীর চরিত্রে অভিনয় করছেন। এই ছবির পোস্টারে শাড়ি পরে সকলকে চমকে দিয়েছেন নওয়াজ।
'আন্টি নং ১'ছবিতে রুপান্তরকামীর চরিত্রে অভিনয় করেছিলেন গোবিন্দা। পরেছিলেন শাড়িও। এই ছবি বক্স অফিসে সারা ফেলেছিল।
বিখ্যাত ছবি 'চাচি ৪২০'-তে মারাঠি মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা কামাল হাসান। এই ছবিতে শাড়ি পরেছিলেন তিনি।