TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jun 03, 2023 | 11:21 AM
বর্তমানে ব্যোমকেশ ছবির শুটে ব্যস্ত রয়েছেন অভিনেতা দেব ও তাঁর টিম। পরিচালনায় রয়েছেন বিরষা দাশগুপ্ত। ছবির কাজ শুরু হয়েছে মে মাস থেকেই। পয়লা বৈশাখ মুক্তি পেয়েছিল ছবির প্রথম লুক।
এই প্রথম গোয়েন্দা চরিত্রে দেখা যাবে দেবকে। তাঁর লুক ইতিমধ্যেই সামনে এসেছে। বেশ প্রশংসিত দেব ব্যোমকেশ লুকে। তবে সত্যবতী রুক্মিনীকে নিয়ে এখনও রহস্য তুঙ্গে।
দেবের পাশে ঠিক কেমন দেখাবে তাঁকে? সত্যবতী লুকে কতটা মানানসই তিনি? প্রশ্ন ছিল ভক্তদের মনে। এবার সামনে এল সেই লুক। হাতে শাখাপলা। দেবের সঙ্গে রোম্যান্টিক পোজ় দিলেন রুক্মিনী।
ছবি মুহূর্তে ভাইরাল নেটপাড়ায়। দেব ও রুক্মিনী জুটির এরাধিক ছবি দেখেছে দর্শকেরা। তবে এবার সাহিত্যের এই অন্যতম সেরা চরিত্রে তাঁদের কেমন মানায় তা দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন তাঁরা।
ইতিমধ্যেই ছবির তৃতীয় শিডিউল শেষ হল। ছবিও শেয়ার করলেন দেব। ঝাড়খণ্ড ও বোলপুরের পাঠ চুকিয়ে এবার দেবের লক্ষ্যে ছবির বাকি ছবির শুট। চলতি বছরই মুক্তি পাওয়ার সম্ভাবনা এই ছবির।
দেব ও রুক্মিনী গত কয়েকমাস ধরেই এই ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। ব্যোমকেশ লুক সামনে এলেও এখনও সত্যবতী লুক সামনে আসেনি। এবার দেবের শেয়ার করা ছবিতেই তাই মজল ভক্তমহল।
সিলিউটে ধরা দিলেন ফ্রেমে সত্যবতী। দেবের সঙ্গে এই পোজ়ে সকলের নজর কাড়লেন রুক্মিনী। ভক্তরা টলিউডের নয়া সত্যবতীকে দেখতে তাই এবার নেটপাড়ায় ভিড় জমাল।
এখন দেখার অভিনয়ের ক্ষেত্রে দর্শকদের ঠিক কতটা নজর কাড়েন এই জুটি। অতীতে বহু স্টারকে ব্যোমকেশ হতে দেখা গিয়েছে। এখন দেখার দেব সেই তালিকায় কেমন জায়গা করতে পারে।