Aishwarya-Salman: ‘হাম দিল দে চুকে সনম’ নয়, কবে শেষ অভিনয় করেছেন সলমন-ঐশ্বর্য?
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jul 29, 2023 | 9:29 AM
Relationship: সেই ছবির দৃশ্য শুটিংও হয়েছিল রমরমিয়ে। তবে একটা সময়ের পর এই জুটির মধ্যে স্বাভাবিক সম্পর্ক নষ্ট হতে থাকে। এমনই নানা কারণে ছবি থেকে সেই দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন পরিচালক।
1 / 8
সলমন খান ও ঐশ্বর্য রাই বচ্চনের জুটি এক কথায় বলতে গেলে বলিউডের অন্যতম সেরা ও চর্চিত জুটি। যাঁদের জুটি হিসেবে সেভাবে পাওয়া হল না দর্শকদের। তবে পরিচালকেরা বেজায় চেষ্টা করেছিলেন একটা সময়।
2 / 8
'হাম দিল দে চুকে সনম' তখন সুপারহিট। রিল থেকে রিয়েল লাইফ প্রেমপর্বে ঝড় তোলে এই জুটি। পলকে সকলের নজর কাড়েন তাঁরা। এরপর থেকেই আসে একের পর এক কল।
3 / 8
তবে স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় ঐশ্বর্যের সঙ্গে ছবি করতে রাজি ছিলেন না ভাইজান। অন্যদিকে তখন দিন দিন ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হওয়ার পথে।
4 / 8
এমনই সময় সঞ্জয়লীলা ভনসালি আবারও তাঁদের একটি ছবির প্রস্তাব দিয়ে বসেন। শুটিংও হয় সেই ছবি, জানেন সেই ছবির নাম? দেবদাস।
5 / 8
একেবারেই সঠিক, শাহরুখ খানরে ছবি দেবদাস-এ এক বিশেষ ভূমিকায় রাখা হয়েছিল সলমন খানকে। যেখানে তাঁর সঙ্গে ঐশ্বর্যের এক দীর্ঘ দৃশ্য ছিল।
6 / 8
সেই ছবির দৃশ্য শুটিংও হয়েছিল রমরমিয়ে। তবে একটা সময়ের পর এই জুটির মধ্যে স্বাভাবিক সম্পর্ক নষ্ট হতে থাকে। এমনই নানা কারণে ছবি থেকে সেই দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন পরিচালক।
7 / 8
এই তাঁদের ক্যামেরার সামনে শেষ এক সঙ্গে আসায বর্তমানে তাঁদের সমীকরণ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে এক সঙ্গে আর ফিরবেন কি না পর্দায় তা বলা বেজায় কঠিন।
8 / 8
তবে অতীতে এক সাক্ষাৎকারে ঐশ্বর্য জানিয়েছিলেন, তিনি ছবির তেমন প্রস্তাব পেলে নিশ্চয়ই সলমন খানের সঙ্গে কাজ করবেন। কাজের স্বার্থে কোনও অযুহাতই দেবেন না তিনি।