সলমন খান ও ঐশ্বর্য রাই বচ্চনের জুটি এক কথায় বলতে গেলে বলিউডের অন্যতম সেরা ও চর্চিত জুটি। যাঁদের জুটি হিসেবে সেভাবে পাওয়া হল না দর্শকদের। তবে পরিচালকেরা বেজায় চেষ্টা করেছিলেন একটা সময়।
'হাম দিল দে চুকে সনম' তখন সুপারহিট। রিল থেকে রিয়েল লাইফ প্রেমপর্বে ঝড় তোলে এই জুটি। পলকে সকলের নজর কাড়েন তাঁরা। এরপর থেকেই আসে একের পর এক কল।
তবে স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় ঐশ্বর্যের সঙ্গে ছবি করতে রাজি ছিলেন না ভাইজান। অন্যদিকে তখন দিন দিন ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হওয়ার পথে।
এমনই সময় সঞ্জয়লীলা ভনসালি আবারও তাঁদের একটি ছবির প্রস্তাব দিয়ে বসেন। শুটিংও হয় সেই ছবি, জানেন সেই ছবির নাম? দেবদাস।
একেবারেই সঠিক, শাহরুখ খানরে ছবি দেবদাস-এ এক বিশেষ ভূমিকায় রাখা হয়েছিল সলমন খানকে। যেখানে তাঁর সঙ্গে ঐশ্বর্যের এক দীর্ঘ দৃশ্য ছিল।
সেই ছবির দৃশ্য শুটিংও হয়েছিল রমরমিয়ে। তবে একটা সময়ের পর এই জুটির মধ্যে স্বাভাবিক সম্পর্ক নষ্ট হতে থাকে। এমনই নানা কারণে ছবি থেকে সেই দৃশ্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন পরিচালক।
এই তাঁদের ক্যামেরার সামনে শেষ এক সঙ্গে আসায বর্তমানে তাঁদের সমীকরণ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে এক সঙ্গে আর ফিরবেন কি না পর্দায় তা বলা বেজায় কঠিন।
তবে অতীতে এক সাক্ষাৎকারে ঐশ্বর্য জানিয়েছিলেন, তিনি ছবির তেমন প্রস্তাব পেলে নিশ্চয়ই সলমন খানের সঙ্গে কাজ করবেন। কাজের স্বার্থে কোনও অযুহাতই দেবেন না তিনি।