
সলমন খান বলিউডের বর্তমানে যিনি রাজত্ব করছেন, একটা সময় স্থির করেছিলেন অভিনয় ছেড়ে দেবেন। সেলিম পুত্র সলমন। যে সেলিমের হাত ধরে বহু ষ্টার জন্ম নিয়েছে তারই ছেলের কিনা এমন অবস্থা?

অনেকের হয়তো বিশ্বাস নাও হতে পারে, তবে সলমন খান চেয়েছিলেন পরিচালক হতে। চেয়েছিলেন আমির খানকে নিয়ে একটি ছবি করতে। অভিনেতা সোহেল চাড্ডা এক সাক্ষাৎকারের সলমন খানের এমনই রহস্যের কথা সামনে নিয়ে আসেন।

সোহেলের কথায় সলমন খান আর তিনি একই সময় বলিউডে পা রেখেছিলেন সেই সময় সলমন খানের কাছে একটি ছবি প্রস্তাব আসে। যার গল্প খুব একটা ভাল না লাগায় তিনি ছবিটি ছেড়ে দিয়েছিলেন।

ম্যায়নে পেয়ার কিয়া তাঁর দ্বিতীয় ছবি, গল্পটা ভাল লাগায় তিনি ছবিতে কাজ করতে রাজি হলেও। কিছুদিনের মধ্যেই তিনি তাঁর বন্ধু সোহেলকে বলেছিলেন ''আমার কাছে অপর একটি প্ল্যান রয়েছে। এই ছবি যদি চলে যায় তাহলে আমি অভিনেতা, আর যদি ছবি না চলে তাহলে আমি পরিচালক। একটা গল্প নিয়ে অনেক দিন ধরে কাজ করছি আমি। অনেকবার চেষ্টা করছি আমিরকে গিয়ে সে গল্পটা শোনাতে, কিন্তু হয়ে উঠছে না।''

তিনি আরও বললেন, ''এই ছবিতে তুমি কাজ করো কেমন'', এরপরই মুক্তি পায় ম্যায়নে পেয়ার কিয়া, যারা রাতারাতি জনপ্রিয় হয়ে যায়। আর সলমন খানের জীবনে কোনও সংশয়ের জায়গা থাকে না।

বর্তমানে তিনি হয়েছেন বলিউডের অন্যতম সুপারস্টার যদিও অনেকেরই জানা রয়েছে ম্যায়নে পেয়ার কিয়া মুক্তি পাওয়ার পরও সলমন খানের খুব একটা ভাগ্য ফেরেনি।

ছবির অভিনেত্রী ভাগ্যশ্রী ছবি মুক্তির পরে যখন বিয়ে করে নেয় তখন অনেকেই সালমান খানের থেকে মুখ ফিরিয়েছিলেন ভাগ্যশ্রী আর অভিনয় করবেন না এমনই খবর ছড়িয়েছিল নানার মাধ্যমে।

সলমন খান: দীর্ঘদিন ধরে বিগ বস-এর সফর সঙ্গী সলমন খান। তবে তিনি মোটা টাকা নিয়ে থাকেন এক একটি এপিসোড পিছু। সলমন খানের এই রিয়্যালিটি শোয়ের জন্য পারিশ্রমিক হল ১৫ কোটি।