Salman Khan: প্রথম ছবি মুক্তি পেতেই অবসাদ গ্রাস করে সলমনকে, স্থির করেছিলেন…
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Nov 23, 2023 | 4:00 PM
Bollywood Gossip: এই সময়ই সলমন খান স্থির করেছিলেন তিনি অভিনয় করবেন না। কারণ তাঁকে কেউ ছবিতে নিচ্ছেন না। আক্ষেপের কথা জানিয়েছিলেন বাবাকে। ডুবে গিয়েছিলেন অবসাদে। কিন্তু সলমন খানকে সেলিম বলেছিলেন, তিনি একদিন বলিউডের ডাপুটে অভিনেতা তৈরি হবেন।
1 / 8
সলমন খানের প্রথম ছবি 'ম্যায় নে পেয়ার কিয়া'। এই ছবির মধ্যে দিয়েই বলিউডে পা রেখেছিলেন সলমন খান। সেলিম খানের ছেলে বলে কথা।
2 / 8
প্রত্যেকেই এই ছবির জনপ্রিয়তা দেখে আশা করেছিলেন সলমন খান সুপারস্টার হবেন। ছবি রাতারাতি সকলের মনে জায়গা করে নিয়েছিল।
3 / 8
এমন কি অভিনেত্রী ভাগ্যশ্রীর সঙ্গে তাঁর জুপটিও চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিল। তবে লাভের লাভ কিছুই হয়নি। কারণ ভাগ্যশ্রী ও তাঁর জুটি টেকেনি।
4 / 8
ছবি মুক্তির পরই ভাগ্যশ্রী স্থির করেছিলেন তিনি ছবি করা ছেড়ে দেবেন। সমনের প্রথম ছবির নায়িকাই যেন সব লাইমলাইট কেড়ে নেয়।
5 / 8
তিনি বিশ্বাস করতে পারছিলেন না, যে সর্বত্র ভাগ্যশ্রীকে নিয়ে কথা হচ্ছে। এরপর একটা দীর্ঘ সময় ছবির প্রস্তাব আসে না সলমন খানের কাছে।
6 / 8
এই সময়ই সলমন খান স্থির করেছিলেন তিনি অভিনয় করবেন না। কারণ তাঁকে কেউ ছবিতে নিচ্ছেন না। আক্ষেপের কথা জানিয়েছিলেন বাবাকে।
7 / 8
ডুবে গিয়েছিলেন অবসাদে। কিন্তু সলমন খানকে সেলিম বলেছিলেন, তিনি একদিন বলিউডের ডাপুটে অভিনেতা তৈরি হবেন।
8 / 8
আজ সলমন খান বলিউডের অন্যতম স্তম্ভ। বক্স অফিসে লক্ষ্মী লাভের ক্ষেত্রে শাহরুখ খান, সলমন খানই ভর্সা।