Salman-Kareena: ভুল ‘খান’কে বিয়ে করলেন, করিনাকে এ কী বললেন সলমন
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Nov 18, 2023 | 4:45 PM
Bollywood Gossip: যেখানে করিনা কাপুরের মুখে হাসি খেলতে দেখা যায়। করিনা কাপুর এক গাল হাসি নিয়ে ফ্রেমবন্দি হয়েছিলেন। ভক্তরা এই ভিডিয়ো দেখা মাত্রই প্রশ্ন তুলেছিলেন, তবে কি মনে মনে সলমন খান তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন?
1 / 8
সলমন খান ও করিনা কাপুরের জুটি দর্শকদের বেশ নজর কেড়েছিল। ২০১৩ সালে তাঁদের জুটি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিল।
2 / 8
কারণ একটাই তাঁদের ফেবিকল সে গানের রসায়ন। করিনা কাপুর সেইবার উপস্থিত হিয়েছিলেন বিগ বস-এর মঞ্চে। সেখানেই নজর কেড়েছিলেন জুটি।
3 / 8
সেখান থেকেই সইফ আলি খানকে হ্যালো বলেন করিনা কাপুর খান। তখন তিনি সলমন খানকেও অনুরোধ জানিয়েছিলেন তেমনটা বলার জন্য।
4 / 8
তিনি সেটাও করেন, কিন্তু তারপর যা বললেন, তা হল বেশ সন্দেহ জনক। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ভুল খানকে বিয়ে করে ফেলেছেন।
5 / 8
এরপর থেকেই ভাইরাল হয় ভিডিয়ো। যেখানে করিনা কাপুরের মুখে হাসি খেলতে দেখা যায়। করিনা কাপুর এক গাল হাসি নিয়ে ফ্রেমবন্দি হয়েছিলেন।
6 / 8
ভক্তরা এই ভিডিয়ো দেখা মাত্রই প্রশ্ন তুলেছিলেন, তবে কি মনে মনে সলমন খান তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন?
7 / 8
সলমন খানের মনের কোণে যে ঠিক কে জায়গা করে নিয়েছে, তা এক কথায় বলা মুশকিল। কখনও সামনে এসেছে ক্যাটরিনা কাইফের নাম, কখনও আবার ঐশ্বর্য।
8 / 8
তবে এই নামের বাইরে গিয়েও কিছু নাম এমন আছে, যাঁদের জীবনে কখনও না কখনও উঁকি দিয়েছিল সলমন খানের প্রেম। ং