Arijit-Salman: মুখের উপর কথা, অরিজিতের কেরিয়ার শেষ করতে চান সলমন! ক্ষমা চেয়েও কাজ হয়নি .
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Apr 25, 2023 | 12:54 PM
Arijit-Salman:
আজ অর্থাৎ মঙ্গলবার অরিজিৎ সিংয়ের জন্মদিন। ৩৬ বছর পূর্ণ করলেন গায়ক। তাঁর ভক্ত সংখ্যা সারা বিশ্বে ছড়িয়ে। তবে জানেন কি, এই গায়কের জীবনেও উঠেছিলেন ঝড়? তাঁর কেরিয়ার ধ্বংসের জন্য নাকি মরিয়া হয়ে ওঠেন খোদ সলমন খান, অভিযোগ ছিল এমনটাই।
আজ অর্থাৎ মঙ্গলবার অরিজিৎ সিংয়ের জন্মদিন। ৩৬ বছর পূর্ণ করলেন গায়ক। তাঁর ভক্ত সংখ্যা সারা বিশ্বে ছড়িয়ে। তবে জানেন কি, এই গায়কের জীবনেও উঠেছিলেন ঝড়? তাঁর কেরিয়ার ধ্বংসের জন্য নাকি মরিয়া হয়ে ওঠেন খোদ সলমন খান, অভিযোগ ছিল এমনটাই।
1 / 8
আজ অর্থাৎ মঙ্গলবার অরিজিৎ সিংয়ের জন্মদিন। ৩৬ বছর পূর্ণ করলেন গায়ক। তাঁর ভক্ত সংখ্যা সারা বিশ্বে ছড়িয়ে। তবে জানেন কি, এই গায়কের জীবনেও উঠেছিলেন ঝড়? তাঁর কেরিয়ার ধ্বংসের জন্য নাকি মরিয়া হয়ে ওঠেন খোদ সলমন খান, অভিযোগ ছিল এমনটাই।
2 / 8
ঘটনার সূত্রপাত ২০১৪ সালে। এক অ্যাওয়ার্ড শো'তে সলমন খানের কাছ থেকে পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন অরিজিৎ। কেতাদুরস্ত পোশাক কোনওদিনই পড়েব না তিনি। তাই ওই শো'তেও তাঁর পোশাক ছিল একেবারেই সাদামাঠা। ছিল না কোনও আড়ম্বর। পায়ে ছিল হাওয়াই চটি। পুরস্কার নিতে অরিজিৎ মঞ্চে উঠতেই তাঁকে কটাক্ষ ছুড়ে দেন সলমন খান।
3 / 8
সকলের সামনেই অরিজিৎকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলেন, "দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠে এসেছ..."। চুপ করে থাকেননি অরিজিৎও। পাল্টা উত্তর দেন। আর সেটাই কাল হয় তাঁর জীবনে। ইন্ডাস্ট্রির তথাকথিত 'বস'-এর মুখের উপরেই বলেন, "কী আএ করব তোমরা সবাই মিলে ঘুম পাড়িয়ে দিয়েছ"।
4 / 8
সবার সামনে অরিজিতের এই 'ঔদ্ধত্য' যে সলমন ভাল ভাবে নেননি তা তখন টের পাওয়া না গেলেও টের পাওয়া গিয়েছিল কিছু সময় পরেই। সলমন খানের ছবি 'সুলতান'-এর জগ ঘুমেয়া গাইবার পরেও ওই গান অন্য এক গায়ককে দিয়ে গাওয়ানো হয়। কাজও কমে যেতে থাকে গায়কের।
5 / 8
এরপরেই মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় সলমনকে নিয়ে এক বড় পোস্ট করেন অরিজিৎ। লেখেন, ","আমি বহুবার আপনাকে ফোন করার চেষ্টা করেছি। মেসেজ করেছি। আপনাকে অপমান করতে আমি চাইনি"।
6 / 8
তিনি আরও লেখেন, "আপনি অপমানিত হয়েছেন আমি তা বুঝতে পেরেছি। আমায় ক্ষমা করে দিন। আমি ও আমার পরিবার আপনার অন্ধ ভক্ত। আমি অনেকবার আপনাকে বোঝাবার চেষ্টা করেছি কিন্তু আপনি কিছুতেই বুঝতেই পারছেন না। কতবার যে ক্ষমা চেয়ে মেসেজ করেছি তা আপনি নিজেও জানেন না।"
7 / 8
যদিও মনে গলেনি সলমনের বরং তিনি বলেছিলেন, "মানুষ আসে, মানুষ গান গায়। প্রতি ছবিতেই অনেক গায়ককেই বাদ দেওয়া হয়। এটা তো সম্পূর্ণ ভাবে প্রযোজক ও পরিচালকের সিদ্ধান্ত।" তিনি দায় এড়িয়েছিলেন। কিন্তু ভাইজান যে ছবিতে কাজ করেন সেই ছবিতে তাঁর কথাই যে শেষ-- এ কথা তো ইন্ডাস্ট্রিতে তো নতুন নয়।
8 / 8
শোনা যায়, 'ওয়েলকাম টু নিউওয়র্ক' ছবি থেকেও নাকি অরিজিৎকে বাদ দিয়েছিলেন ভাইজান। আজও নাকি উন্নতি হয়নি সম্পর্কের। সাময়িক ভাবে ভেঙে পড়লেও অরিজিতের গান গাওয়া কিন্তু থেমে যায়নি। আজও তিনি রাজত্ব করছেন বলিউডে।