Salman Khan: ৭৬৬ শতাংশ আয় বাড়ল সলমনে? ‘টাইগার থ্রি’ নিয়ে এ কোন জল্পনা
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Nov 07, 2023 | 6:30 PM
Salman Khan Fees: সলমন খান ও ক্যাটরিনা কাইফ রসায়ন আরও একবার চর্চার কেন্দ্রে জায়গা করে নেবে। সলমন খানের ট্রেলার ইতিমধ্যেই পছন্দ করেছেন সকলে। ছবিতে রয়েছেন ইমরান হাসমিও। পাশাপাশি ছবিতে ক্যামিও করছেন শাহরুখ খান ও হৃত্বিক রোশন। ফলে ছবি নিয়ে চর্চা তুঙ্গে।
1 / 8
ফলে এই জুটিদের যে ভবিষ্যতেও দেখা যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে এই প্রস্তাব যখন গিয়েছিল সলমনের কাছে তিনি কি প্রথমেই তা গ্রহণ করেছিলেন?
2 / 8
যদিও পরবর্তীতে টাকার অঙ্ক দেখা যায় দুই খানের ক্ষেত্রেই ছিল সমান সমান। টাইগার থ্রি ছবিতে শাহরুখ খানের উপস্থিতি প্রায় ২০ মিনিট মতো।
3 / 8
জানেন কী সলমন খান এই ছবির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। পাশাপাশি তিনি মোট আয়ের থেকে ৬০ শতাংশ শেয়ার নেবেন বলে দাবি করেছেন।
4 / 8
টাইগার হল সলমন খানের ফ্রাঞ্চাইজি। কিন্তু যশরাজ ফিলস এই ফ্রাঞ্চাইজ়কে নিজেদের দখলে নিতে চেয়েছিল। অর্থাৎ টাইগার, পাঠান, কবীর একসঙ্গে কাজ করবে।
5 / 8
তেমনটাই পরিকল্পনা মাফিক চলতে থাকে। যদিও একেবারে শুরুতে সমীকরণটা এমন ছিল না। তবে যখন আদিত্য চোপড়া এই প্রস্তাব দিলেন...
6 / 8
তখন সলমন খান চাহিয়ে দিয়েছিলেন এক মজার শর্ত। তিনি টাইগার থ্রি থেকে এই দুনিয়ার অংশ হতে রাজি হয়ে গিয়েছিলেন।
7 / 8
তবে বলেছিলেন পাঠান করতে শাহরুখ খান যা পারিশ্রমিক নিয়ে থাকেন, তার থেকে তাঁকে এক টাকা হলেও বেশি পারিশ্রমিক দিতে হবে।
8 / 8
বর্তমানে রমরমিয়ে চলছে টাইগার ছবি। সলমন খানের বোল্ড লুকে বুঁদ সকলেই। পাশাপাশি ছবিতে প্রশংসিত ক্যাটরিনা কাইফের অ্যাকশন দৃশ্যও।