এখনও তরতাজা দর্শক মনে কার্তিক আরিয়ান ও সারা আলি খানের অন্তরঙ্গ দৃশ্য। রাতারাতি যা ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রথম ছবি থেকেই চর্চিত জুটি।
সারা আলি খান ও কার্তিক আরিয়ান এই ছবি করার সময়ই মন দিয়েছিলেন একে অপরকে। তাঁরা সেই সম্পর্কের কথা স্বীকারও করে নিয়েছিলেন। তবে ছবি মুক্তির আগেই ভেঙে যায় প্রেম।
সোশ্যাল মিডিয়ায় সেই খবরও রাতারাতি ছড়িয়ে পড়তে দেখা যায়। অনেকেই মনে করেছিলেন এই প্রেমকাহিনি কেবল ছবিকে হিট করানোর পরিকল্পনা।
যাকে বলে পাবলিসিটি স্টান্ট। যদিও তাঁদের এই বিষয় প্রশ্ন করলে তাঁরা জানান, তাঁরা কেরিয়ারে মন দিতে চান। এই মুহূর্ত সম্পর্ক নিয়ে খুব একটা ভাবতে চাইছেন না।
তবে থেকেই একে অপরের মুখ দেখাও বন্ধ করে দিয়েছিলেন তাঁরা। তবে বলিউড এখন মিলিত কাজেই বিশ্বাসী। সকলের সঙ্গে বিবাদ যেন মিটমাটের পালা চলছে।
তাই দূরে সরে থাকলেন না এই চর্চিত জুটিও। তাঁরাও একে অন্যের সঙ্গে ছবি করতে আবারও রাজি হয়ে গেলেন। শোনা যাচ্ছে ভুল ভুলাইয়া থ্রি ছবিতে তাঁদের দেখা যাবে।
আর এই খবর প্রকাশ্যএ আসতেই আরও একবার ভাইরাল হয়ে গেল তাঁদের প্রথম ছবি লাভ আজ কাল ছবির বিশেষ মুহূর্ত।
ভক্তদের দাবি এই জুটিকে তাঁরা একসঙ্গেই দেখতে চান। তবে পর্দার এবারের সমীকরণ বাস্তবে সম্পর্কের সমীকরণকে পাল্টাবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।