‘মন্নত’ কিনেই সব টাকা শেষ, কীভাবে সাধের বাংলো সাজিয়েছিলেন শাহরুখ-গৌরী?
Shah Rukh Khan: প্রিয় তারকা শাহরুখ খানকে নিয়ে মাতামাতির শেষ নেই ভক্তদের। এসআরকের ব্যক্তিগত জীবনেও উঁকিঝুঁকি মারেন তাঁরা। জানেন কি শাহরুখের 'মন্নত' কে কীভাবে সাজিয়ে তুলেছিলেন তিনি? জানলে অবাক হবেন। রইল মন্নত সেজে ওঠার কাহিনী।