TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Apr 08, 2023 | 8:55 PM
ইডেনে ১৬তম আইপিএলে নাইটদের প্রথম হোম ম্যাচ দেখতে এসেছিলেন নাইট মালিক শাহরুখ খান। ভরা ইডেন যেমন সাক্ষী রইল নাইটদের জয়ের, তেমনই গ্যালারি থেকে দলকে জিততে দেখলেন কিং খানও।
কিন্তু ওই ঝটিকা সফরেই শাহরুখ যা করলেন তাতে খুশি তাঁর ভক্তরা। ফাঁক পেতেই ছুটে গেলেন অ্যাসিড আক্রান্তদের কাছে।
শেয়ার করে নিলেন নানা মুহূর্ত। প্রিয় নায়ককে দেখতে পেয়ে খুশি তাঁরাও। ফেরালেন না কাউকেই...
এক এক করে সবার সঙ্গে ছবি তুললেন এসআরকে। ভালবাসায় ঘুচল যাবতীয় দূরত্ব। বহুদিন ধরেই অ্যাসিড আক্রান্তদের পাশে রয়েছে শাহরুখের সংস্থা।
মীর ফাউন্ডেশন নামে ওই সংস্থা অ্যাসিড আক্রমণে আক্রান্তদের অস্ত্রোপচার, চিকিৎসার যাবতীয় খরচা বহন করে বহুদিন ধরেই। অতীত ভুলে জীবনের মূলস্রোতে ফেরার প্রেরণা জোগায়।
আর শাহরুখও ফাঁক পেলেই তাঁদের সঙ্গে কাটিয়ে যান কিছু মুহূর্ত। তাঁরাও শেয়ার করে নেন নানা মুহূর্ত। শেয়ার করেন জমে থাকা কথা।
কেকেআর-এর ট্যাগলাইন 'করব,লড়ব জিতব রে'। শাহরুখ নিজেও 'বাজিগর'। তাই চলার পথে বাধা এলেও এগিয়ে যাওয়াই মূলমন্ত্র তাঁর। পরপর ফ্লপের পর 'পাঠান' উপহার দিয়ে ভক্তদের তাক লাগিয়ে দেওয়াই অভ্যেস তাঁর।
নাইটদের জয়ের পর কলকাতা সাক্ষী থাকল আরও এক মিষ্টি মুহূর্তের। ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শাহরুখের প্রশংসায় তাঁর অনুরাগীরা।