TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Apr 10, 2023 | 7:45 AM
শাহরুখের প্রাসাদ মন্নত। কিং ভক্তদের মনে এই বাড়ি নিয়ে কম কৌতুহল বর্তমান নয়। তাঁর বাড়ির সামনে অগুনতি ভক্তদের ভিড় নজরে আসে। কিন্তু কেমন এই অন্দরমহলের ছবি? কোন ঘরে থাকেন কিং খান। রইল এবার সেই ছবি।
মন্নতের দাম বর্তমানে ২০০ কোটি ছাড়িয়েছে। একদিন এই বাড়ির সামনেই শুটিং করেছিলেন কিং খান। স্থির করেছিলেন এই বাড়ি একদিন তিনি কিনবেন। কিনেও ফেলেন ১০ বছরের মধ্যে। এই বাড়ির আগের নাম ছিল ভিলা ভেইনা।
২০০১ সালে এই বাড়ি কিনেছিলেন শাহরুখ খান। এরপর শাহরুখ খান প্রথম নাম দিয়েছিলেন জন্নত। অবশেষে ২০০৫-এ তিনি স্থির করেন বাড়ির নাম রাখবেন মন্নত। বিশ্বের সেরা ১০ বাড়ির মধ্যে এটি একটি।
ইতালিয়ান আর্কিটেকচারের তৈরি এই বাড়ি ১৯২০ সালে নির্মাণ করা হয়। ভেতরের ইন্টেরিয়ার আর পাঁচটা প্যালেসের মত নয়। গৌরী খান নিজে সাজিয়েছেন পুরো বাড়ি।
মন্নতের ভেতরে বক্সিং এড়িয়ে থেকে শুরু করে টেনিস কোর্ট, সুইমিং পুল সবই আছে। বিশাল বড় গার্ডেনও রয়েছে ভেতরে। রয়েছে বসার ঘরে একটি বিশাল লাইব্রেরি।
শাহরুখ মন্নতের বিষয় একটাই কথা বলেছিলেন, তাঁকে যদি সব বিক্রি করতে হয় তিনি করবেন, কিন্তু মন্নত তিনি কোনও পরিস্থিতেই বিক্রি করবেন না।
মন্নতের এক একটি ফ্লোর এক এক রকমের সাজানো। কোনওটা কাজের জায়গা, কোনওটা আবার অফিস, কিংবা ব্যক্তিগত ফ্লোর। সুহানা খান ও আরিয়ার খানেরও আলাদা ফ্লোর রয়েছে।
শাহরুখের বাড়ির অন্দরমহলের বহু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কখনও কখনও শাহরুখ খান, গৌরী খানের পোস্ট থেকেও ছড়িয়ে পড়ে বহু অদেখা ফ্রেম।