Shahrukh-Gauri: প্রথম সন্তান কোলহারা, শোক সহ্য করতে পারেননি শাহরুখ-গৌরী

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 05, 2023 | 3:04 PM

Untold Story: একের পর এক সন্তান শোকের পর যখন আরিয়ান খান জন্মছিল, খুশির বাঁধ ভেঙেছিল শাহরুখ খানের, নিজেই জানিয়েছিলেন, তিনি পৃথিবীর সব সুখ আরিয়ান খানকে এনে দিতে চান। তবে সেই দিনগুলো ঠিক কতটা কঠিন ছিল? নিজেই জানিয়েছিলেন বাদশা।

1 / 8
না, আরিয়ান খান তাঁদের প্রথম সন্তান নয়। শাহরুখ খান ও গৌরী খান বিয়ের পর থেকেই সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময়টা ঠিক কতটা কঠিন ছিল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন খোদ শাহরুখ খান।

না, আরিয়ান খান তাঁদের প্রথম সন্তান নয়। শাহরুখ খান ও গৌরী খান বিয়ের পর থেকেই সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন। সেই সময়টা ঠিক কতটা কঠিন ছিল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন খোদ শাহরুখ খান।

2 / 8
একটা সন্তানের জন্য রাত দিন প্রার্থনা। এরপর অন্তঃসত্ত্বা হন গৌরী খান। প্রতিটা পরিবারের মতো তাঁদের ছোট্ট সংসারেও আনন্দের বন্যা বয়ে যায়।

একটা সন্তানের জন্য রাত দিন প্রার্থনা। এরপর অন্তঃসত্ত্বা হন গৌরী খান। প্রতিটা পরিবারের মতো তাঁদের ছোট্ট সংসারেও আনন্দের বন্যা বয়ে যায়।

3 / 8
তবে সেই হাসি বেশিদিন টিকে থাকেনি। কিছুদিনের মধ্যেই নিজেদের প্রথম সন্তানকে হারান বলিউডের এই জুটি। মিসক্যারেজ হয় গৌরী খানের।

তবে সেই হাসি বেশিদিন টিকে থাকেনি। কিছুদিনের মধ্যেই নিজেদের প্রথম সন্তানকে হারান বলিউডের এই জুটি। মিসক্যারেজ হয় গৌরী খানের।

4 / 8
সহ্য করতে পারেননি সেই শোক এই জুটি। আবারও চেষ্টা করা, আবারও অন্তঃসত্ত্বা হন গৌরী খান, এবার অনেক বেশি সচেতন ছিলেন, কিন্তু না, সেবারও হয়নি।

সহ্য করতে পারেননি সেই শোক এই জুটি। আবারও চেষ্টা করা, আবারও অন্তঃসত্ত্বা হন গৌরী খান, এবার অনেক বেশি সচেতন ছিলেন, কিন্তু না, সেবারও হয়নি।

5 / 8
এই ধরনের দৃশ্য ছবিতে থাকলে, তিনি প্রাথমিকভাবে শর্ত দিয়ে থাকেন, শুটিং হবে বন্ধ ঘরে। বিশেষ কিছু কাস্ট ছাড়া বেশি লোক থাকা যাবে না। নয়তো তিনি খুব একটা সহজ বোধ করেন না। যদিও কিং-এর কেরিয়ারে হাতে গোনা এমন কয়েকটি দৃশ্যই রয়েছে।

এই ধরনের দৃশ্য ছবিতে থাকলে, তিনি প্রাথমিকভাবে শর্ত দিয়ে থাকেন, শুটিং হবে বন্ধ ঘরে। বিশেষ কিছু কাস্ট ছাড়া বেশি লোক থাকা যাবে না। নয়তো তিনি খুব একটা সহজ বোধ করেন না। যদিও কিং-এর কেরিয়ারে হাতে গোনা এমন কয়েকটি দৃশ্যই রয়েছে।

6 / 8
এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও ভেঙে পড়েননি তাঁরা। চেষ্টা করা, ডাক্তারের পরামর্শ নেওয়া সবটাই করেছিলেন। সেখান থেকে আজ তিন সন্তানের পরিবার।

এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও ভেঙে পড়েননি তাঁরা। চেষ্টা করা, ডাক্তারের পরামর্শ নেওয়া সবটাই করেছিলেন। সেখান থেকে আজ তিন সন্তানের পরিবার।

7 / 8
যখন আরিয়ান খান জন্মছিল, খুশির বাঁধ ভেঙেছিল শাহরুখ খানের, নিজেই জানিয়েছিলেন, তিনি পৃথিবীর সব সুখ আরিয়ান খানকে এনে দিতে চান।

যখন আরিয়ান খান জন্মছিল, খুশির বাঁধ ভেঙেছিল শাহরুখ খানের, নিজেই জানিয়েছিলেন, তিনি পৃথিবীর সব সুখ আরিয়ান খানকে এনে দিতে চান।

8 / 8
সমস্যা যদি তা নায়িকার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হতে হয়। তখন পরিচালককে মানতে হয় বেশ কিছু শর্ত। প্রথমত খোলা আকাশের নিচে তিনি শার্ট খুলতে রাজি ছিলেন না।

সমস্যা যদি তা নায়িকার সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হতে হয়। তখন পরিচালককে মানতে হয় বেশ কিছু শর্ত। প্রথমত খোলা আকাশের নিচে তিনি শার্ট খুলতে রাজি ছিলেন না।

Next Photo Gallery