TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Apr 24, 2024 | 5:00 PM
বলিউডের তারকাদের সম্পত্তি কার কত, তা নিয়ে চিরকালই কৌতূহল থাকে আমজনতার মনে। বচ্চন পরিবারের মোট ৫০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে।
অমিতাভ বচ্চন–৩১১০ কোটি টাকা: এ বছর দীপাবলির আগেও অমিতাভের নিজ সম্পত্তির মূল্য ছিল ৩১৬০ কোটি টাকা। ৫০ কোটি টাকার প্রতীক্ষা তিনি উপহার দিয়েছেন কন্যা শ্বেতা বচ্চন নন্দাকে।
শাহরুখ খান মাত্র ১৫০০ টাকা পকেটে নিয়ে মুম্বইতে এসেছিলেন। ২০০ টাকা ট্যাক্সিকে দিয়ে রাস্তায় রাস্তায় খুঁজেছিলেন গৌরীকে। এক সাধারণ ছেলের গল্প। তিনিই আজ বলিউডের বাদশা।
গাড়ির তালিকায় রয়েছে, Rolls-Royce Phantom Drophead Coupe, একটি Rolls-Royce Cullinan Black, একটি Bentley Continental GT, একটি, Bugatti Veyron, BMW 7-Series, BMW 6-Series Convertible, Land Rover Range Rover Sport, BMW i8 এবং Toyota Land Cruiser
শাহরুখ খান বর্তমানে ৭০০০ কোটি টাকার মালিক। অমিতাভ বচ্চনের থেকে প্রায় ৪০০০ কোটি টাকা বেশি সম্পত্তির মালিক।
এখানেই শেষ নয়, এই দুই স্টার বহু ব্র্যান্ডের প্রচারের মুখ তিনি। সেই বাবদও তিনি মোটা টাকা নিয়ে থাকেন, পাশাপাশি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেও তাঁর ভাল টাকা আয় হয়ে থাকে।
শাহরুখ খান ও অমিতাভ বচ্চন বহু ছবি একসঙ্গে করেছেন। তাঁদের জুটি দর্শক মহলে বেশ জনপ্রিয়। বলিউডের অন্যতম দুই স্তম্ভ। ৫০ বছর পেরিয়ে আজও বলিউডে রাজত্ব করছেন।
অন্যদিকে শাহরুখ খান বলিউডে আজও একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন। বলিউডের সবচেয়ে বড় হিট ছবি উপহার দিয়েছেন তিনিই।