শাহরুখ খান-- তিনি বেতাজ বাদশা। তাঁর ভক্ত সংখ্যা নেহাত কম নয়! এ হেন শাহরুখ পয়সা জন্য করেছিলেন এমন এক কাজ, যে কাজের কারণে বিবেকের দংশনে বিদ্ধ হতে হয়েছিল তাঁকে।
কী সেই কাজ? শাহরুখ জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে। শুধু কি তাই? সেই কাজ করার পর এতটাই খারাপ লেগেছিল তাঁর যে করেছিলেন প্রায়শ্চিত্তও। ২০১৬ সালের এক টক শো-য়ে এসে তিনি জানিয়েছিলেন এমনটাই।
জীবনে বহু ছবি করেছেন কিং খান। ভালবেসেই করেছিলেন সেই সব ছবি। তবে একটি ছবি তিনি ভালবেসে করেননি। করেছিলেন পয়সার জন্য। নেপথ্যে অবশ্য কারণ ছিল একটি।
শাহরুখের কথায়, "আমি ছবিটার নাম নেব না। কিন্তু তখন আমার পয়সার দরকার হয়ে পড়ে। এখনও পর্যন্ত প্রায় ৬০টি ছবি আমি করেছি। কিন্তু ওই ছবির ক্ষেত্রে আমি অন্য পন্থা নিই।"
যোগ করেন, " কারণ ওই ছবির টাকায় আমায় বাড়ি কিনতে হয়। আমার পয়সার দরকার ছিল। আমি নিজের জামির (বিবেক) বেচে ওই ছবি করেছি।"
শাহরুখ জানান, এতটাই খারাপ লেগেছিল তাঁর পরবর্তী কালে যখন অবস্থা ঠিক হয় ওই ছবি কিনে নেন তিনি। প্রযোজককে টাকাও দেন। তাঁর কথায়, "ওই কাজ করে আমার মনে হয়েছিল, অবশেষে আমি আমার নেওয়া টাকা ফেরাতে পেরেছি।"
কোন ছবি? না, সে কথা শাহরুখ বলেননি। কিছু জিনিস ঘটে যায় অনিচ্ছাসত্ত্বেও। এই ছবিটিকেও এমনই এক ছবি হিসেবে মনে রাখতে চান তিনি। তা নিয়ে বাড়তি প্রচার পছন্দ নয় রাজার।
এই বছরটা শাহরুখের জন্য বেশ শুভ। বছরের গোড়ায় ও মধ্যভাগে মুক্তিপ্রাপ্ত 'জওয়ান' ও 'পাঠান' হিট হয়েছে। বছরের শেষে মুক্তি পাবে 'ডানকি'। সেই ছবি হিট হয় কিনা, এখন সেটাই দেখার।