‘একটা সীমা থাকে, ইয়ার্কি হচ্ছে?’ ‘কিরণ’ প্রসঙ্গ উঠতেই মেজাজ হারালেন শাহরুখ
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 24, 2023 | 9:15 PM
Shah Rukh Khan: আর মুহূর্তে ক-ক-ক-ক কিরণ বলতেই চিৎকার করে উঠলেন শাহরুখ। প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, এটা কী ইয়ার্কি হচ্ছে? আমরাও মানুষ, আমাদেরও খারাপ লাগে। এখানেই শেষ করেন না কিং খান।
1 / 8
শাহরুখ খান। যাঁর ওপর নির্ভর করে বহু মানুষ নিজের পেটে সংসার চালান। তাঁর নকল করে কত মানুষ মঞ্চে মঞ্চে নাম করছেন।
2 / 8
তবে শাহরুখ খানকি সত্যি এসব পছন্দ করেন? শাহরুখ খানের নকল মানেই অধিকাংশ মানুষই ক-ক-ক-ক কিরণ সংলাপটি ব্যবহার করে থাকেন।
3 / 8
শাহরুখ খানের ডর ছবি থেকে সর্বাধিক চর্চিত এই সংলাপ দিয়ে অনেকেই ব্যঙ্গ করেন অভিনেতাকে। তবে সত্যি কি শাহরুখ তা পছন্দ করেন?
4 / 8
একবার কপিল শর্মা শোয়ে এসে সকলকে চমকে দিয়েছিলেন শাহরুখ খান। হঠাৎই দুই ব্যক্তি শাহরুখ খানের নকল করতে শুরু করেন।
5 / 8
আর মুহূর্তে ক-ক-ক-ক কিরণ বলতেই চিৎকার করে উঠলেন শাহরুখ। প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, এটা কী ইয়ার্কি হচ্ছে? আমরাও মানুষ, আমাদেরও খারাপ লাগে।
6 / 8
এখানেই শেষ করেন না কিং খান। উল্টে বলে বসেন, দেবানন্দ, অমিতাভ বচ্চনকে কাউকেই ছাড়া হচ্ছে না। শিল্পীদের সম্মান করতে হয়।
7 / 8
এটা তো অপমান। কপিল শর্মা শাহরুখ খানকে বোঝাতে গেলে, তিনি উঠে দাঁড়িয়ে পড়েন। পাশে বসে থাকা অভিষেক বচ্চনও সম্মতি জানান শাহরুখকে।
8 / 8
শাহরুখ প্রশ্ন করে বসেন, আমি কোথায় এভাবে সংলাপ বলেছি? আমার তো মনে পড়ে না। পরিস্থিতি জটিল হতেই শাহরুখ সবাইকে হাসিয়ে বলেন তিনি মজা করছিলেন। তবে দর্শকদের মত, তিনি যা বলেছেন, সবটাই মন থেকে।