Naga-Samantha: ‘সামান্থা খুব…….’ প্রাক্তন স্ত্রী কে নিয়ে এ কী বললেন নাগা?
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
May 05, 2023 | 9:00 PM
Celeb Divorce: নিজের জীবন নিয়ে খুশি নাগা। সবশেষে জানিয়েছেন সেকথাও। সামান্থার পর সম্প্রতি শোভিতা ধুলিপালার সঙ্গে নাম জুড়েছে নাগার। যদিও এবিষয়ে খোলসা করে বলেননি সামান্থার প্রাক্তন স্বামী।
1 / 8
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল হিসাবেই সকলের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। দীর্ঘদিন প্রেমের পর একে অপরের সঙ্গে সংসার পেতেছিলেন।
2 / 8
কিন্তু, ২০২১-এ পথ আলাদা হয় দু'জনের। নাগা-সামান্থার ডির্ভোসটা যেন আজও মেনে নিতে পারেন না ভক্তরা। বিবাহবিচ্ছেদের কেটে গিয়েছে প্রায় বছর দেড়েক। এখনও পর্যন্ত তা নিয়ে চর্চা থামেনি।
3 / 8
এখনও সামান্থার পাঁজরে জ্বলজ্বল করছে নাগার নামের ট্যাটু। এখনও কি প্রাক্তন স্বামীর স্মৃতি আগলেই বাঁচতে চান অভিনেত্রী? প্রশ্ন নেটপাড়ার একাংশর।
4 / 8
সম্প্রতি মুক্তি পেতে চলেছে নাগা চৈতন্যর ছবি 'কাস্টডি।' এই ছবির প্রসঙ্গেই কথা বলতে গিয়ে নাগার মুখে উঠে এল প্রাক্তন স্ত্রী সামান্থার নাম।
5 / 8
ইটি টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তাঁদের পুরনো সম্পর্ক সম্মন্ধে জানতে চাওয়া হলে,নাগা বলেন, "সামান্থা খুব ভাল মেয়ে। ওঁ জীবনে সব সুখ পাওয়ার যোগ্য।"
6 / 8
তাঁর থেকে আরও জানতে চাওয়া হয়, পুরনো সম্পর্ক থেকে মুভ অন করেছেন? নাগার উত্তর, "হ্যাঁ। দু'বছর হতে চলল আমাদের বিচ্ছেদ হয়েছে। কোর্ট আমাদের বিচ্ছেদকে স্বীকৃতি দিয়েছে। দু'জনেই দু'জনের জীবনে এগিয়ে গিয়েছি। "
7 / 8
এখানেই শেষ নয়, সামান্থার সঙ্গে কাটানো সেসব দিনকে সম্মান করেন নাগা। জানিয়েছেন সেকথাও। মিডিয়া যেভাবে অনুমান করে দুজনের সম্পর্ককে তুলে ধরেছে তাতে দু'জনের পারস্পরিক বোঝাপড়া নষ্ট হয়েছে। যা নিয়ে ভাবতে এখনও খারাপ লাগে নাগার।
8 / 8
নিজের জীবন নিয়ে খুশি নাগা। সবশেষে জানিয়েছেন সেকথাও। সামান্থার পর সম্প্রতি শোভিতা ধুলিপালার সঙ্গে নাম জুড়েছে নাগার। যদিও এবিষয়ে খোলসা করে বলেননি সামান্থার প্রাক্তন স্বামী।