রজনীকান্ত-- ১২৫ কোটি টাকা নিয়ে থাকেন তিনি ছবি পিছু পারিশ্রমিক। একের পর এক হিট দিয়ে তিনি দক্ষিণী দুনিয়ার থালাইভা, সম্প্রতি তাঁর জেলার ছবি বিশ্বজুড়ে ৬০০ কোটি আয় দিয়েছে।
কামাল হাসান-- ৬০ দশক ধরে সিনেদুনায়য় কাজ করছেন তিনি। একের পর এক ভাল ছবি তাঁর ঝুলিতে। সম্প্রতি তাঁর বিক্রম ছবি ৪০০ কোটি বিশ্ব জুড়ে আয় করেছে। ছবি পিছু তিনি নিয়ে থাকেন মোট ৭৫ কোটি।
অজিথ-- ১০৫ কোটি প্রতি ছবি পিছু পারিশ্রমিক নিয়ে থাকেন এই অভিনেতা। যাঁর ঝুলিতে একাধিক হিট ছবি। যদিও ছবির পাশাপাশি নিজের মটর সাইকেলের ব্যবসাও রয়েছে তাঁর।
আল্লু অর্জুন-- সিনেদুনিয়া এখন তাঁকে পুষ্পা স্টার বলেই চেনে। প্রাথনমিকভাবে তাঁর পারিশ্রমিক কম থাকলেও বর্তমানে আল্লু অর্জুন একটি ছবি করতে নিচ্ছেন ৭৫ কোটি টাকা।
প্রভাস- বাহুবলী থেকে শুরু করে সাহো, একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। আসছে সালার ছবি। শোনা যায় তিনি এই ছবি করতে নিয়েছেন মোট ১০০ কোটি।
জুনিয়ার এনটিআর-- তাণঁর ঝুলিতেও নেহাতই ছবির সংখ্যা কম নয়। আরআরআর খ্যাত এই সুপারস্টার বর্তমানে একটি ছবি করতে নিয়ে থাকেন ৪০-৪৫, তবে আরআরআর ছবির পর শোনা যাচ্ছে তা বেড়ে দাঁড়িয়েছে ১০০ কোটি।
ধনুশ- বর্তমানে ছবির সংখ্যা কমলেও তিনি দক্ষিণপাড়ার অন্যতম সেরা অভিনেতা। করেছেন বলিউড ছবিও। বর্তমানে তিনি ছবি করতে নিয়ে থাকেন ২৫ থেকে ৩৫ কোটি টাকা।
রাম চরণ-- আরআরআর ছবির আগেও বহু হিট ছবি রয়েছে এই অভিনেতার ঝুলিতে। যদিও আরআরআর ছবি গোটা বিশ্বে তাঁর পরিচিতি তৈরি করেছে। তিনি পারিশ্রমিক নিয়ে থাকেন ছবি পিছু ১০০ কোটি। যদিও তিনি বলেন মাত্র ১৫ কোটি তাঁর পারিশ্রমিক।