বলিউড হোক বা টলিউড আর দক্ষিণী সিনেমা, ভারতীয় সিনেমা প্রধানত নায়ক কেন্দ্রিক। তাই ভারতের এক একটি ছবির জন্য নায়করা কোটি কোটি টাকা নিয়ে থাকেন। বিশেষ করে তাঁরা যদি একদম প্রথম সারির নায়ক হয়ে থাকেন তাহলে অনায়াসে তাঁরা চেয়ে বসেন ১০০ কোটি টাকা পর্যন্ত। তবে ২০০ কোটির গণ্ডি পেরিয়েছেন হাতে গোনা কয়েকজনই।
ভিলেন হয়ে নায়কের পারিশ্রমিককেও ছাপিয়ে গিয়েছেন এমন নজির খুব একটা আছে এমন নয়। ভারতীয় সিনেমার ইতিহাসে কোনও সিনেমার জন্য খলনায়ক হয়ে ২০০ কোটি টাকা রোজগার করেছেন এমন ঘটনা আগে ঘটেনি। কিন্তু এবার সেই অসম্ভবকেও সম্ভব করেছেন এই খলনায়ক।
কন্নড় সিনেমার সুপারস্টার যশ। কেজিএফ ১ এবং কেজিএফ ২ সিনেমায় অভিনয় করে সারা ভারতে নিজের পরিচিতি গড়েছেন তিনি। সম্প্রতি তিনিই একটি ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। আর সেখানেই আগের সব রেকর্ড ভেঙে নায়কের চেয়েও বেশি উপার্জন করেছেন তিনি।
নীতীশ তিওয়ারি নির্দেশিত রামায়ণ ছবিতে রামের ভূমিকায় অভিনয় করেছেন বলি অভিনেতা রনবীর কাপুর। সেই ছবিতেই খলনায়ক অর্থাৎ রাবণের ভূমিকায় দেখা গিয়েছে যশকে। অভিনয়ের সঙ্গেই ছবিটির সহ প্রযোজনার দায়িত্বে রয়েছেন যশ।
জানা গিয়েছে, অভিনয়ের জন্য পারিশ্রমিক এবং ডিস্ট্রিবিউশন শেয়ার বাবদ মোটা ২০০ কোটি টাকা আয় করেছেন অভিনেতা। প্রবীণ বর্ষীয়ান অভিনেতা কমল হাসানের থেকে বেশি টাকা পারিশ্রমিক নিয়েছেন যশ। বিভিন্ন প্রতিবেদন অনুসারে, কল্কি ২৮৯৮ এডি ছবিতে অভিনয় ক্যামিয়ো করে ২৫-৪০ কোটি টাকা আয় করেছেন।
প্রসঙ্গত, এর একটি সিনেমার জন্য এত টাকা আর কোনও সুপারস্টার পেয়েছেন বলে জানা যায় না। এমনকি ভারতের সবচেয়ে ধনীতম অভিনেতা শাহরুখ খান কোনও একটি সিনেমার জন্য এত টাকা পারিশ্রমিক নেন না। কেবল জওয়ান করেই প্রায় ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। তার আগে গত কয়েক বছরে যে কটি সিনেমা করেছেন, তার জন্য তিনি প্রায় ১৫০ কোটি টাকা মতো পারিশ্রমিক নিয়েছেন।
অনান্য প্রথম সারির বলি সুপারস্টাররাও কেও এত টাকা পারিশ্রমিক নেন না। সলমান খান গত কয়েক বছরে তাঁর হিট হিট সিনেমাগুলির জন্য ১৫০ কোটি টাকা মতো আয় করেছেন। এমনকি বলিউডের মিঃ পারফেক্ট আমির খান ২০১৭ সালের আগে ২০০ কোটির অঙ্ক ছুঁতে পারেননি।
তেলেগু সিনেমার সুপারস্টার প্রভাসও প্রায় ১২০-১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। সূত্রের খবর ২০০ কোটির গণ্ডি এর আগে মাত্র চারজন ভারতীয় সুপারস্টার পার করতে পেরেছেন। তাঁরা হলেন শাহরুখ খান এবং দক্ষিণের সুপারস্টার অল্লু অর্জুন, রজনীকান্ত এবং বিজয়।