Sudipta Banerjee: তৃণমূল নেতার সঙ্গে বিয়ের বাকি ১০ দিন, জমিয়ে আইবুড়ো ভাত খেলেন সুদীপ্তা
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Apr 20, 2023 | 6:47 PM
Sudipta Banerjee:
দেখতে দেখতে এসেই গেল সেই মাহেন্দ্রক্ষণ। তৃণমূল নেতা স্মিতা বক্সীর ছেলে সৌম্য বক্সীর সঙ্গে অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের বাকি মাত্র দশ দিন।
1 / 8
দেখতে দেখতে এসেই গেল সেই মাহেন্দ্রক্ষণ। তৃণমূল নেতা স্মিতা বক্সীর ছেলে সৌম্য বক্সীর সঙ্গে অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের বাকি মাত্র দশ দিন।
2 / 8
আগামী ১ মে সাতপাকে বাঁধা পড়বেন দুইজনে। এরই মধ্যে 'সোহাগ জল' সেটে চুটিয়ে পালন হন নায়িকার আইবুড়ো ভাত পর্ব।
3 / 8
ছবি শেয়ার করেছেন নায়িকা নিজেই। বাটি বাটি করে সাজানো রকমারি লোভনীয় পদ।
4 / 8
তাতে লটে মাছের ঝুরো থেকে শুরু করে, মাংস, হরেক রকম ভাজা... দই, মিষ্টি, পান... কী নেই!
5 / 8
শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। এখন শুধু শুভদিন আসার অপেক্ষায় দিন গুনছেন নায়িকা।
6 / 8
বিয়ের দিন আদ্যপান্ত বাঙালি সাজেই সাজার ইচ্ছে রয়েছে নায়িকার। তবে রিসেপশনে পরবেন প্যাস্টেল রঙা লেহেঙ্গা, জানিয়েছিলেন আগেই।
7 / 8
বিয়ের আগে শেষ শুটিং করবেন আগামীকাল অর্থাৎ ২১ এপ্রিল, হাতে রাখতে চান ১০টা দিন।
8 / 8
হাজার হোক বিয়ে বলে কথা! শেষ মুহূর্তের প্রস্তুতি তাই তুঙ্গে নায়িকার।