Suhana Khan: ঝলমলে শাড়িতে উঁকি দিচ্ছে স্তনযুগল, পাশে দাঁড়িয়ে মা-দাদা, ট্রোল্ড হলেন সুহানা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 03, 2023 | 4:26 PM

Suhana Khan:দেশে সাংস্কৃতিক কেন্দ্র খুলেছে অম্বানী পরিবার। তারই উদ্বোধনে হাজির ছিল গোটা বলিউড, এমনকি হলিউডও। হাজির ছিলেন শাহরুখ খানের একমাত্র মেয়ে সুহানা খানও।

1 / 8
দেশে সাংস্কৃতিক কেন্দ্র খুলেছে অম্বানী পরিবার। তারই উদ্বোধনে হাজির ছিল গোটা বলিউড, এমনকি হলিউডও। হাজির ছিলেন শাহরুখ খানের একমাত্র মেয়ে সুহানা খানও।

দেশে সাংস্কৃতিক কেন্দ্র খুলেছে অম্বানী পরিবার। তারই উদ্বোধনে হাজির ছিল গোটা বলিউড, এমনকি হলিউডও। হাজির ছিলেন শাহরুখ খানের একমাত্র মেয়ে সুহানা খানও।

2 / 8
মা গৌরী খান ও দাদা আরিয়ান খানের সঙ্গে ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। পরেছিলেন এক সোনালি রঙা শাড়ি।

মা গৌরী খান ও দাদা আরিয়ান খানের সঙ্গে ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। পরেছিলেন এক সোনালি রঙা শাড়ি।

3 / 8
ওই শাড়ি ডিজাইন করেছেন সব্যসাচী। সঙ্গে ছিল ব্যাকলেস এক ডিজাইন করা ব্লাউজ। আর ওই ব্লাউজ নিয়েই যত সমস্যা।

ওই শাড়ি ডিজাইন করেছেন সব্যসাচী। সঙ্গে ছিল ব্যাকলেস এক ডিজাইন করা ব্লাউজ। আর ওই ব্লাউজ নিয়েই যত সমস্যা।

4 / 8
ব্লাউজের ফাঁক দিয়ে দৃশ্যমান ছিল সুহানার বক্ষযুগল, আর তাই ভালভাবে নেননি নেটিজেনদের একটা বড় অংশ।

ব্লাউজের ফাঁক দিয়ে দৃশ্যমান ছিল সুহানার বক্ষযুগল, আর তাই ভালভাবে নেননি নেটিজেনদের একটা বড় অংশ।

5 / 8
পাশে দাঁড়িয়েছিলেন মা ও দাদা। তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। উড়ে এসেছে নানা কুমন্তব্য

পাশে দাঁড়িয়েছিলেন মা ও দাদা। তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। উড়ে এসেছে নানা কুমন্তব্য

6 / 8
খুব শীঘ্রউ সিনেমা জগতে পা রাখতে চলেছেন সুহানা, তিনি চান নায়িকা হতে। জোয়া আখতার পরিচালতি 'দ্য আর্চিজ'-এ দেখা যাবে তাঁকে।

খুব শীঘ্রউ সিনেমা জগতে পা রাখতে চলেছেন সুহানা, তিনি চান নায়িকা হতে। জোয়া আখতার পরিচালতি 'দ্য আর্চিজ'-এ দেখা যাবে তাঁকে।

7 / 8
তাঁর আগেই প্রস্তুতি নিচ্ছেন সুহানা, বিনোদন জগতে পা রাখার আগে বাবার থেকেও নিয়েছেন টিপস

তাঁর আগেই প্রস্তুতি নিচ্ছেন সুহানা, বিনোদন জগতে পা রাখার আগে বাবার থেকেও নিয়েছেন টিপস

8 / 8
দর্শকদের কতটা মন জয় করতে পারে তাঁর ডেবিউ  কাজ, এখন শুধু সেটাই দেখার।

দর্শকদের কতটা মন জয় করতে পারে তাঁর ডেবিউ কাজ, এখন শুধু সেটাই দেখার।

Next Photo Gallery