Sunil Dutt: ১০০ উট চাই, একটা কম হতেই করণের বাবার সঙ্গে কী করেন সুনীল?
Bollywood Gossip: মোটা টাকা পারিশ্রমিক থেকে শুরু করে তাঁর যাবতীয় আবদার রাখার চেষ্টা করতেন সকলেই। তালিকা থেকে বাদ পড়েননি যশ জোহরও। সাল ১৯৭১, মুক্তি পেয়েছিল সুনীল দত্তের ছবি রেশমা ও শেরা। সেই ছবির এক দৃশ্যে ১০০ টি উট মজুত রাখার কথা বলেছিলেন সুনীল দত্ত।
পরের দিন তিনি সুনীল দত্তকে জানিয়েছিলেন, তিনি দুঃখিত কারণ তিনি ১০০টা নয় ৯৯টা উট জোগার করেছেন।
সুনীল দত্ত, ১৯৭০ দশকতে তাঁকে পর্দায় পেতে পরিচালক থেকে শুরু করে প্রযোজক, সকলেই সব কিছু করতে ছিলেন রাজি।
তাঁর মোটা টাকা পারিশ্রমিক থেকে শুরু করে তাঁর যাবতীয় আবদার রাখার চেষ্টা করতেন সকলেই। তালিকা থেকে বাদ পড়েননি যশ জোহরও।
সাল ১৯৭১, মুক্তি পেয়েছিল সুনীল দত্তের ছবি রেশমা ও শেরা। সেই ছবির এক দৃশ্যে ১০০ টি উট মজুত রাখার কথা বলেছিলেন সুনীল দত্ত।
হঠ্যাৎ ফোন আসে যশের কাছে। সুনীল জানিয়ে বসেন, তাঁর শুটিং-এর জন্য ১০০টা উট লাগবে, সকলে তাতেই রাজি হয়ে গিয়েছিলেন।
তখন যশ জোহর কেবল প্রযোজনা অ্যাসিস্টেন্ট ছিলেন। তিনি কোনওভাবে চেষ্টা করে ৯৯টি উট জোগার করেছিলেন।
পরের দিন তিনি সুনীল দত্তকে জানিয়েছিলেন, তিনি দুঃখিত কারণ তিনি ১০০টা নয় ৯৯টা উট জোগার করেছেন।
শুনে রীতিমত মেজাজ হারিয়ে ফেলেন অভিনেতা সকলের সামনে বলে দেন প্যাক আপ, অর্থাৎ শুটিং ইতি, আর শুট হবে না।
করণ জোহরের কথায়, সেদিন তাঁর বাবা অবাক হয়ে গিয়েছিলেন। বিশ্বাস করতে পারছিলেন না এটা সত্যি ঘটছে, তবে সুনীল দত্তের দাপট এতটাই ছিল।