Bollywood Gossip: নাক ডেকে বিপত্তি, কারও আবার শোওয়ার দোষ, রইল সেলেবদের বেডরুম সিক্রেট

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 02, 2023 | 9:30 PM

Bedroom Secret: কখনও সলমন খানের জবানে, কখনও আবার অন্যান্য স্টারদের অবলীলায় বলতে শোনা যায় বন্ধ ঘরের ভেতর ঠিক কে কেমন। তালিকা থেকে বাদ পড়েননি আলিয়া ভাট, সলমন খান থেকে শুরু করে বরুণ ধাওয়ান। কারও শোয়ার দোষ, কারও আবার অভ্যাস, চলুন জেনে নেওয়া যাক সেলেব সিক্রেট।

1 / 8
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, বলিউডের অন্যতম চর্চিত জুটি। দুই বছর হল তাঁরা বিয়ের পিঁড়িতে বসেছেন। সংসার করছেন চুটিয়ে।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, বলিউডের অন্যতম চর্চিত জুটি। দুই বছর হল তাঁরা বিয়ের পিঁড়িতে বসেছেন। সংসার করছেন চুটিয়ে।

2 / 8
কখনও সলমন খানের জবানে, কখনও আবার অন্যান্য স্টারদের অবলীলায় বলতে শোনা যায় বন্ধ ঘরের ভেতর ঠিক কে কেমন।

কখনও সলমন খানের জবানে, কখনও আবার অন্যান্য স্টারদের অবলীলায় বলতে শোনা যায় বন্ধ ঘরের ভেতর ঠিক কে কেমন।

3 / 8
তালিকা থেকে বাদ পড়েননি আলিয়া ভাট, সলমন খান থেকে শুরু করে বরুণ ধাওয়ান। কারও শোয়ার দোষ, কারও আবার অভ্যাস, চলুন জেনে নেওয়া যাক সেলেব সিক্রেট।

তালিকা থেকে বাদ পড়েননি আলিয়া ভাট, সলমন খান থেকে শুরু করে বরুণ ধাওয়ান। কারও শোয়ার দোষ, কারও আবার অভ্যাস, চলুন জেনে নেওয়া যাক সেলেব সিক্রেট।

4 / 8
বিয়ের পরই একের পর এক ছবির কাজে হাত দিয়েছেন অভিনেত্রী ও অভিনেতা। সদ্য মুক্তি পেয়েছে ক্যাটরিনার টাইগার থ্রি। এখনও চলছে প্রেক্ষাগৃহে।

বিয়ের পরই একের পর এক ছবির কাজে হাত দিয়েছেন অভিনেত্রী ও অভিনেতা। সদ্য মুক্তি পেয়েছে ক্যাটরিনার টাইগার থ্রি। এখনও চলছে প্রেক্ষাগৃহে।

5 / 8
সলমন খান- সলমন খানের সঙ্গে একসঙ্গে ঘুমিয়ে ভয়ানক অভিজ্ঞতা শাহরুখ খানের। অভিনেতা জানান, নাক ডাগার ঠেলায় তিনি বাধ্য হয়েছিলেন সলমন খানকে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিতে। যাতে তিনি থামেন ও তাঁর ঘুম ভাঙেন।

সলমন খান- সলমন খানের সঙ্গে একসঙ্গে ঘুমিয়ে ভয়ানক অভিজ্ঞতা শাহরুখ খানের। অভিনেতা জানান, নাক ডাগার ঠেলায় তিনি বাধ্য হয়েছিলেন সলমন খানকে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিতে। যাতে তিনি থামেন ও তাঁর ঘুম ভাঙেন।

6 / 8
বরুণ ধওয়ান- নিত্যদিন বেডরুমে স্ত্রী নাতাশার সঙ্গে বচসায় জড়িয়ে যান বরুণ ধাওয়ান। কারণ বরুণ স্বাভাবিক তাপমাত্রায় ঘুমতে পছন্দ করেন, কিন্তু নাতাশা এসি ও পাখা দুই চালিয়ে ঘর ঠাণ্ড করে ঘুমতে পছন্দ করেন।

বরুণ ধওয়ান- নিত্যদিন বেডরুমে স্ত্রী নাতাশার সঙ্গে বচসায় জড়িয়ে যান বরুণ ধাওয়ান। কারণ বরুণ স্বাভাবিক তাপমাত্রায় ঘুমতে পছন্দ করেন, কিন্তু নাতাশা এসি ও পাখা দুই চালিয়ে ঘর ঠাণ্ড করে ঘুমতে পছন্দ করেন।

7 / 8
প্রিয়াকা চোপড়া- নিক জোনাসের এক আদুরে আচরণের জন্য তাঁকে সজাগ থাকতে হয়। কারণ নিক ঘুম চোখ খুলেই প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে চান।

প্রিয়াকা চোপড়া- নিক জোনাসের এক আদুরে আচরণের জন্য তাঁকে সজাগ থাকতে হয়। কারণ নিক ঘুম চোখ খুলেই প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে চান।

8 / 8
আলিয়া ভাট- রণবীর কাপুর একবার জানিয়েছিলেন, আলিয়া ভাট সোজা হয়ে ঘুমতে পারেন না। কারণ আলিয়া ভাট সোজা হয়ে ঘুমলেও কিছুক্ষমের মধ্যেই ঘুরে যান বলেই জানান রণবীর।

আলিয়া ভাট- রণবীর কাপুর একবার জানিয়েছিলেন, আলিয়া ভাট সোজা হয়ে ঘুমতে পারেন না। কারণ আলিয়া ভাট সোজা হয়ে ঘুমলেও কিছুক্ষমের মধ্যেই ঘুরে যান বলেই জানান রণবীর।

Next Photo Gallery