
টলিউডের তন্বী অভিনেত্রীরা রাতের ঘুম কাড়েন বহু পুরুষের। কারও ক্রাশ কারও স্বপ্নের নায়িকাদেরও জীবনে রয়ছে এক নয় একাধিক ক্রাশ।

সেলিব্রিটিদের, সেলিব্রিটি ক্রাশ কারা? কার মনে রয়েছেন কে? গোপন তথ্য ফাঁস।


টলিপাড়ার প্রথম শ্রেনীর অভিনেত্রীদের মধ্যে রয়েছেন রাইমা সেন। কখনও স্নিগ্ধ, কখনও আবার বোল্ড লুকে ধরা দেন রাইমা। অভিনেত্রীর প্রথম প্রেম নাকি টাইটানিকের লিওনার্দো ডিক্যাপ্রিও।

অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের প্রথম প্রেম কিন্তু অঙ্কুশ নয়। ছোটবেলায় হ্যান্ডসাম হাঙ্ক শাহিদ কাপুরের প্রেমে পরেছিলেন ঐন্দ্রিলা।

'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকের পাখি ওরফে মধুমিতা সরকার ছেলেবেলা থেকেই কিং খানের অন্ধভক্ত। প্রথম ক্রাশ তাঁর বাদশাহই।

অভিনেত্রী কৌশানি মুখার্জী ছোটবেলা থেকেই গ্রিক গড হৃত্বিক রোশনের প্রেমে হাবুডুবু খেয়েছেন।

টলিউডের অন্য়তম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর মন জুড়ে রয়েছেন হলিউড অভিনেতা সুপারম্যান হেনরি কাভিল।