Bollywood Actors: কেরিয়ারে চরম দুর্ভোগ, সাফল্যে পেতে জ্যোতিষীর কথা শুনে নাম বদলে ফেলেছেন এই সব তারকা

Jan 03, 2025 | 1:06 PM

Bollywood Actors: বলিউড থেকে দর্শকের মনে নিজের জায়গা পোক্ত করতে এমন নানা রকম বিশ্বাস রয়েছে আমাদের অতি পরিচিত নায়িকাদের।

1 / 8
কেউ বদলে ফেলেছেন নাম, তো কেউ আবার হাতে পড়েন ব্রেসলেট, তো কেউ আবার আংটি। কারও আবার পায়ে বা গলায় ঝুলছে 'ইভিল আই'। বলিউড থেকে দর্শকের মনে নিজের জায়গা পোক্ত করতে এমন নানা রকম বিশ্বাস রয়েছে আমাদের অতি পরিচিত নায়িকাদের। কেউ কেউ আবার বদলে ফেলেছেন নিজেদের নামও। চেনেন তাঁরা কারা?

কেউ বদলে ফেলেছেন নাম, তো কেউ আবার হাতে পড়েন ব্রেসলেট, তো কেউ আবার আংটি। কারও আবার পায়ে বা গলায় ঝুলছে 'ইভিল আই'। বলিউড থেকে দর্শকের মনে নিজের জায়গা পোক্ত করতে এমন নানা রকম বিশ্বাস রয়েছে আমাদের অতি পরিচিত নায়িকাদের। কেউ কেউ আবার বদলে ফেলেছেন নিজেদের নামও। চেনেন তাঁরা কারা?

2 / 8
রানি মুখোপাধ্যায় - এক সময়ে বলিউদের রাজ করেছেন তিনি। শাহরুখের-সলমন-আমির, কাজ করেছেন তিন খানের সঙ্গেই। কিন্তু হঠাৎ এক সময় পর পর ছবি ফ্লপ করতে শুরু করে তাঁর। অগত্যা জ্যোতিষী সহায়। নিজের নামের পদবির বানান Mukherjee-র বদলে Mukerjee শুরু করেন তিনি।

রানি মুখোপাধ্যায় - এক সময়ে বলিউদের রাজ করেছেন তিনি। শাহরুখের-সলমন-আমির, কাজ করেছেন তিন খানের সঙ্গেই। কিন্তু হঠাৎ এক সময় পর পর ছবি ফ্লপ করতে শুরু করে তাঁর। অগত্যা জ্যোতিষী সহায়। নিজের নামের পদবির বানান Mukherjee-র বদলে Mukerjee শুরু করেন তিনি।

3 / 8
আয়ুষ্মান খুরানা - ছবি বাছার সময় ষষ্ঠ ইন্দ্রিয়ের উপর ভরসা করেন আয়ুষ্মান। কিন্তু সাফল্যের জন্য চোখ বন্ধ করে ভরসা করেন জ্যোতিষীকে। সংখ্যাতত্ত্ব মেনে ইংরেজিতে নিজের পুরো নাম Ayushaman Khurana-র বদলে Ayushmann Khurrana লিখতে শুরু করেছেন তিনি।

আয়ুষ্মান খুরানা - ছবি বাছার সময় ষষ্ঠ ইন্দ্রিয়ের উপর ভরসা করেন আয়ুষ্মান। কিন্তু সাফল্যের জন্য চোখ বন্ধ করে ভরসা করেন জ্যোতিষীকে। সংখ্যাতত্ত্ব মেনে ইংরেজিতে নিজের পুরো নাম Ayushaman Khurana-র বদলে Ayushmann Khurrana লিখতে শুরু করেছেন তিনি।

4 / 8
রাজকুমার রাও - আজকের প্রজন্মের কাছে অন্যতম প্রিয় অভিনেতা তিনি। 'স্ত্রী ২' হোক বা অন্য 'বরেলি কি বরফি' তাঁর অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি। বলিউদে অনেক কষ্ট করে নিজের জায়গা পাকা করেছেন তিনি। আর সেই পথেই তিনিও ভরসা রেখেছিলেন জ্যোতিষীর উপরে। নিজের পদবি পাল্টে 'যাদব' থেকে 'রাও' করেন রাজকুমার।

রাজকুমার রাও - আজকের প্রজন্মের কাছে অন্যতম প্রিয় অভিনেতা তিনি। 'স্ত্রী ২' হোক বা অন্য 'বরেলি কি বরফি' তাঁর অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি। বলিউদে অনেক কষ্ট করে নিজের জায়গা পাকা করেছেন তিনি। আর সেই পথেই তিনিও ভরসা রেখেছিলেন জ্যোতিষীর উপরে। নিজের পদবি পাল্টে 'যাদব' থেকে 'রাও' করেন রাজকুমার।

5 / 8
অজয় দেবগণ - তাঁর অভিনয় ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবেন না অতি বড় নিন্দুকও। কিন্তু এ হেন অজয় দেবগণও একসময় নিরাপত্তাহীনতায় ভুগতেন। পর পর বেশ কয়েকটি ছবি মুখ থুবড়ে পড়লে জ্যোতিষীর পরামর্শ মেনে ইংরেজিতে নিজের পদবি Devgan থেকে পাল্টে Devgn করেন অভিনেতা।

অজয় দেবগণ - তাঁর অভিনয় ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবেন না অতি বড় নিন্দুকও। কিন্তু এ হেন অজয় দেবগণও একসময় নিরাপত্তাহীনতায় ভুগতেন। পর পর বেশ কয়েকটি ছবি মুখ থুবড়ে পড়লে জ্যোতিষীর পরামর্শ মেনে ইংরেজিতে নিজের পদবি Devgan থেকে পাল্টে Devgn করেন অভিনেতা।

6 / 8
করিশ্মা কপূর - 'শো ম্যান' রাজ কপূরের নাতনি তিনি। সাফল্য পেতে তেমন কষ্ট করতে হয়নি। কিন্তু ব্যক্তিগত জীবনে কম ঝড়-ঝাপটা সইতে হয়নি তাঁকে। তার পর থেকে অভিনয়েও তেমন সুযোগ পাননি। জ্যোতিষীর পরামর্শ মেনে তাই ইংরেজিতে নিজের নাম থেকে 'h' বাদ দিয়েছেন তিনি।

করিশ্মা কপূর - 'শো ম্যান' রাজ কপূরের নাতনি তিনি। সাফল্য পেতে তেমন কষ্ট করতে হয়নি। কিন্তু ব্যক্তিগত জীবনে কম ঝড়-ঝাপটা সইতে হয়নি তাঁকে। তার পর থেকে অভিনয়েও তেমন সুযোগ পাননি। জ্যোতিষীর পরামর্শ মেনে তাই ইংরেজিতে নিজের নাম থেকে 'h' বাদ দিয়েছেন তিনি।

7 / 8
সুনীল শেট্টি - কেরিয়ারের মধ্যগগনে থাকার সময় ইংরেজিতে নিজের নাম Sunil Shetty লিখতেন তিনি। তবে বেশ কয়েক বছর বলিউড থেকে গায়েব থাকার পর নতুন করে অভিনয়ে ফিরেছেন। নেটফ্লিক্স সিরিজে 'আন্নার' চরিত্রে তাঁর অভিনয় সকলের মন কেড়েছে। তবে নিজের কামব্যাকের আগে জ্যোতিষীর পরামর্শে নিজের নামের বানান পাল্টে 'Suniel' করে নিয়েছেন তিনি।

সুনীল শেট্টি - কেরিয়ারের মধ্যগগনে থাকার সময় ইংরেজিতে নিজের নাম Sunil Shetty লিখতেন তিনি। তবে বেশ কয়েক বছর বলিউড থেকে গায়েব থাকার পর নতুন করে অভিনয়ে ফিরেছেন। নেটফ্লিক্স সিরিজে 'আন্নার' চরিত্রে তাঁর অভিনয় সকলের মন কেড়েছে। তবে নিজের কামব্যাকের আগে জ্যোতিষীর পরামর্শে নিজের নামের বানান পাল্টে 'Suniel' করে নিয়েছেন তিনি।

8 / 8
বিবেক ওবেরয় - একটা সময় বলিউডের প্রথম সারির হিরোদের তালিকায় নাম ছিল তাঁর। ব্যাক্তিগত জীবনে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সম্পর্ক, বিচ্ছেদ, সলমন খানের সঙ্গে ঝামেলা সব কিছু নিয়েই কম চর্চা হয়নি। এক সময়ে হঠাৎ কাজ পাওয়া বন্ধ হয়ে যায় তাঁর। যদিও শেষ কয়েক বছরে বেশ কয়েকটি ভাল ভাল কাজ করেছেন তিনি। তবে শোনা যায় তাঁর আগে জ্যোতিষীর পরামর্শে নাকি নিজের নামের বানান 'Vivek' থেকে 'Viveik' করে নেন তিনি।

বিবেক ওবেরয় - একটা সময় বলিউডের প্রথম সারির হিরোদের তালিকায় নাম ছিল তাঁর। ব্যাক্তিগত জীবনে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সম্পর্ক, বিচ্ছেদ, সলমন খানের সঙ্গে ঝামেলা সব কিছু নিয়েই কম চর্চা হয়নি। এক সময়ে হঠাৎ কাজ পাওয়া বন্ধ হয়ে যায় তাঁর। যদিও শেষ কয়েক বছরে বেশ কয়েকটি ভাল ভাল কাজ করেছেন তিনি। তবে শোনা যায় তাঁর আগে জ্যোতিষীর পরামর্শে নাকি নিজের নামের বানান 'Vivek' থেকে 'Viveik' করে নেন তিনি।

Next Photo Gallery