Ritwick-Aparajita Anniversary: ঋত্বিক-অপরাজিতার বিয়ের এক যুগ পার, কীভাবে শুরু হয়েছিল প্রেম?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Apr 24, 2023 | 6:00 PM

Tollywood Couple: চুটিয়ে প্রেমের পর সাতপাকে বাঁধা পড়েন ঋত্বিক-অপরাজিতা। তবে সংসারের জাতাকলে হারিয়ে যায়নি সেই বন্ধুত্ব। তাঁরা এখনও খুব ভাল বন্ধু। বার-বার সাক্ষাৎকারে তাঁদের মুখে উঠে এসেছে সেকথাই।

1 / 8
দীর্ঘ ১২ বছর একে অপরের হাতে হাত রেখে পথ হেঁটে ফেললেন টলিউডের পাওয়ার কাপল ঋত্বিক চক্রবর্তী ও অপরাজিতা ঘোষ। বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট অভিনেতার।

দীর্ঘ ১২ বছর একে অপরের হাতে হাত রেখে পথ হেঁটে ফেললেন টলিউডের পাওয়ার কাপল ঋত্বিক চক্রবর্তী ও অপরাজিতা ঘোষ। বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট অভিনেতার।

2 / 8
আজ সোমবার, সকালে সোশ্যাল মিডিয়ায় বিয়ের একটি ছবি দিয়ে ঋত্বিক লেখেন, 'বিয়ের জন্মদিন।' তারকা জুটিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

আজ সোমবার, সকালে সোশ্যাল মিডিয়ায় বিয়ের একটি ছবি দিয়ে ঋত্বিক লেখেন, 'বিয়ের জন্মদিন।' তারকা জুটিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

3 / 8
দীর্ঘ ১২ বছর একসঙ্গে দিব্যি কাটিয়ে ফেললেন তাঁরা। প্রেমও করেছেন চুটিয়ে। কীভাবে শুরু হয়েছিল প্রেম?

দীর্ঘ ১২ বছর একসঙ্গে দিব্যি কাটিয়ে ফেললেন তাঁরা। প্রেমও করেছেন চুটিয়ে। কীভাবে শুরু হয়েছিল প্রেম?

4 / 8
ঋত্বিক থাকতেন ব্যারাকপুর। আর অপরাজিতা খোদ দক্ষিণ কলকাতার মেয়ে। একটি সিরিয়ালে অভিনয় করছিলেন অপরাজিতা। সেই সিরয়ালের স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করতেন ঋত্বিক।

ঋত্বিক থাকতেন ব্যারাকপুর। আর অপরাজিতা খোদ দক্ষিণ কলকাতার মেয়ে। একটি সিরিয়ালে অভিনয় করছিলেন অপরাজিতা। সেই সিরয়ালের স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করতেন ঋত্বিক।

5 / 8
সেই সিরিয়াল থেকেই আলাপ দু'জনের। ২০০২ থেকে পরিচয় হলেও বেশ কিছু বছর তাঁরা বন্ধু ছিলেন। পরে সেই বন্ধুত্ব পরিণত হয় প্রেমে।

সেই সিরিয়াল থেকেই আলাপ দু'জনের। ২০০২ থেকে পরিচয় হলেও বেশ কিছু বছর তাঁরা বন্ধু ছিলেন। পরে সেই বন্ধুত্ব পরিণত হয় প্রেমে।

6 / 8
চুটিয়ে প্রেমের পর সাতপাকে বাঁধা পড়েন ঋত্বিক-অপরাজিতা। তবে সংসারের জাতাকলে হারিয়ে যায়নি সেই বন্ধুত্ব। তাঁরা এখনও খুব ভাল বন্ধু। বার-বার সাক্ষাৎকারে তাঁদের মুখে উঠে এসেছে সেকথাই।

চুটিয়ে প্রেমের পর সাতপাকে বাঁধা পড়েন ঋত্বিক-অপরাজিতা। তবে সংসারের জাতাকলে হারিয়ে যায়নি সেই বন্ধুত্ব। তাঁরা এখনও খুব ভাল বন্ধু। বার-বার সাক্ষাৎকারে তাঁদের মুখে উঠে এসেছে সেকথাই।

7 / 8
 দু'জনের মধ্য়ে মিল-অমিল তো রয়েছেই। তবে এক সাক্ষাৎকারে অপরাজিতাকে বলতে শোনা যায়, তাঁদের কেমিস্ট্রিটা দারুণ।

দু'জনের মধ্য়ে মিল-অমিল তো রয়েছেই। তবে এক সাক্ষাৎকারে অপরাজিতাকে বলতে শোনা যায়, তাঁদের কেমিস্ট্রিটা দারুণ।

8 / 8
চুটিয়ে কাজ করছেন কর্তা-গিন্নী। শুটিং-এর পর বাকী সময়টা কাটান তাঁদের একমাত্র ছেলে উপমন্যুর সঙ্গে। মাঝে মধ্যেই ঘুরতে বেড়িয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন ভ্রমণের সব ছবি।

চুটিয়ে কাজ করছেন কর্তা-গিন্নী। শুটিং-এর পর বাকী সময়টা কাটান তাঁদের একমাত্র ছেলে উপমন্যুর সঙ্গে। মাঝে মধ্যেই ঘুরতে বেড়িয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন ভ্রমণের সব ছবি।

Next Photo Gallery
Bollywood Gossip: ‘নিজের ইচ্ছায় নয়, স্বামী জোর করেছিল বলেই বাধ্য হই’, অকপট নিতু
Arijit-Salman: মুখের উপর কথা, অরিজিতের কেরিয়ার শেষ করতে চান সলমন! ক্ষমা চেয়েও কাজ হয়নি .