TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
May 19, 2023 | 9:30 PM
সদ্য নতুন সংসার পেতেছেন টলি অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের যুবনেতা সৌম্য বক্সীর সঙ্গে শুরু করেছেন নতুন পথ চলা।
বিয়ের বয়স মাত্র ১৯ দিন। হাত থেকে এখনও যায়নি মেহেন্দির নকশা। নতুন জীবনের নানান ছবি সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন সুদীপ্তা।
পরনে শাড়ি, মাথায় সিঁদুর ও আলুথালু চুলে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী। মিসেস বক্সীর এই লুকে মুগ্ধ অনুরাগীরা।
স্বামী সৌম্যর সঙ্গে বিয়ের একটি ছবি শেয়ার করেছেন সুদীপ্তা। ছবির ক্যাপশানে লেখা, ‘আমার সব হাসির শুরুটা তুমি…’। ছবিতে নবদম্পতিকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন অনেক মানুষ।
শেয়ার করেছেন তাঁদের যাত্রার ছবিও। গাড়ির ভিতর মিস্টার ও মিসেস বক্সী। সম্ভবত এটি তাঁদের অস্টমঙ্গলার ছবি। এবার কাজে ফিরবেন সুদীপ্তা। সেই জন্য পিছিয়েছেন হানিমুনের প্ল্যানও।
অন্যদিকে আসন্ন পুরসভা ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়বেন সৌম্য। তাই এখনকার মকো স্থগিত হানিমুনের প্ল্যান। তাই হানিমুন সারবেন কালিপুজোর পর। এমনটাই জানিয়েছেন তাঁরা।
কীভাবে হয়েছিল তাঁদের প্রেম? এক বিজয়া সম্মেলনীতে দেখা হয়েছিল দু'জনের। সেখান থেকেই হয় বন্ধুত্ব। সেই বন্ধুত্বই গড়ায় ছাদনাতলা পর্যন্ত। বিয়ের আগে চার বছর চুটিয়ে প্রেম করেছেন তাঁরা।
বিয়ের অনেক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সুদীপ্তা। বাবা-মায়ের সঙ্গে বিয়ের সকালের একটি ছবি দিয়ে লিখছেন,'শক্তি'।