Ankush-Oindrila: ‘আমার বাঁচুক, তোর যাক…’, ঐন্দ্রিলার মানসিকতা নিয়ে অভিযোগ অঙ্কুশের?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 14, 2023 | 2:40 PM

Tollywood Inside: খুনসুটি সম্পর্কের মাঝে তাঁদের সমীকরণ বারবার দর্শকদের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। যদিও প্রকাশ্যে একে অন্যের পিছনে লাগতে তাঁরা বিন্দুমাত্র পিছপা হন না। একাধিক সাক্ষাৎকারে তাঁদের এই রূপ দেখা গিয়েছে।

1 / 8
টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরা। প্রথম থেকেই তাঁরা সিনেপাড়ায় বেশ চর্চিত। ব্যস্তি জীবনেও বেশ মজার জুটি তাঁরা।

টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরা। প্রথম থেকেই তাঁরা সিনেপাড়ায় বেশ চর্চিত। ব্যস্তি জীবনেও বেশ মজার জুটি তাঁরা।

2 / 8
একে অন্যের সঙ্গে দিব্যি রয়েছেন, খুনসুটি সম্পর্কের মাঝে তাঁদের সমীকরণ বারবার দর্শকদের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছে।

একে অন্যের সঙ্গে দিব্যি রয়েছেন, খুনসুটি সম্পর্কের মাঝে তাঁদের সমীকরণ বারবার দর্শকদের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছে।

3 / 8
যদিও প্রকাশ্যে একে অন্যের পিছনে লাগতে তাঁরা বিন্দুমাত্র পিছপা হন না। একাধিক সাক্ষাৎকারে তাঁদের এই রূপ দেখা গিয়েছে।

যদিও প্রকাশ্যে একে অন্যের পিছনে লাগতে তাঁরা বিন্দুমাত্র পিছপা হন না। একাধিক সাক্ষাৎকারে তাঁদের এই রূপ দেখা গিয়েছে।

4 / 8
অপুর সংসারেও তার ব্যতিক্রম হল না। টক শোয়ে এসেও তাঁরা একে অন্যকে কটাক্ষ করতে বিন্দুমাত্র পিছপা হলেন না। যদিও সবটাই মজার ছলে।

অপুর সংসারেও তার ব্যতিক্রম হল না। টক শোয়ে এসেও তাঁরা একে অন্যকে কটাক্ষ করতে বিন্দুমাত্র পিছপা হলেন না। যদিও সবটাই মজার ছলে।

5 / 8
গাড়ি কেনা প্রসঙ্গে অঙ্কুশকে বলতে শোনা যায়, কখনও বলে না যে তুমি ভেবো না, আমি কিনছি। আমি টাকাটা দিচ্ছি, এমনই মানসিকতার।

গাড়ি কেনা প্রসঙ্গে অঙ্কুশকে বলতে শোনা যায়, কখনও বলে না যে তুমি ভেবো না, আমি কিনছি। আমি টাকাটা দিচ্ছি, এমনই মানসিকতার।

6 / 8
পাশে বসে ঐন্দ্রিলা অঙ্কুশকে কিপটের তকমা দিয়ে রীতিমত অবাক হয়ে যান। মুখের ভঙ্গিমাতেই বুঝিয়ে দেন-- এটা তুমি বলতে পারলে?

পাশে বসে ঐন্দ্রিলা অঙ্কুশকে কিপটের তকমা দিয়ে রীতিমত অবাক হয়ে যান। মুখের ভঙ্গিমাতেই বুঝিয়ে দেন-- এটা তুমি বলতে পারলে?

7 / 8
ঐন্দ্রিলাকে নিয়ে অঙ্কুশের যেমন একগুচ্ছ অভিযোগ, ঠিক তেমনই ঐন্দ্রিলারও অভিযোগের ঝুলি কম নয়। সেও তাল দিয়ে অভিযোগ করে গেলেন।

ঐন্দ্রিলাকে নিয়ে অঙ্কুশের যেমন একগুচ্ছ অভিযোগ, ঠিক তেমনই ঐন্দ্রিলারও অভিযোগের ঝুলি কম নয়। সেও তাল দিয়ে অভিযোগ করে গেলেন।

8 / 8
দীর্ঘ ১৩ বছর তাঁরা একে অন্যের সঙ্গে জমিয়ে প্রেম করছেন। এক কথায় ঘর করাও বলা চলে। পর্দায় ইতিমধ্যেই একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এবার বিয়ের খবরের অপেক্ষা।

দীর্ঘ ১৩ বছর তাঁরা একে অন্যের সঙ্গে জমিয়ে প্রেম করছেন। এক কথায় ঘর করাও বলা চলে। পর্দায় ইতিমধ্যেই একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এবার বিয়ের খবরের অপেক্ষা।

Next Photo Gallery