Ganesh Puja 2023: কাশফুল থিমে রকমারি পদে জমজমাট ত্রমিলার বাড়ির গণেশ পুজো

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 21, 2023 | 2:27 AM

Ganesh Puja 2023: ১২ বছর ধরে নিজের হাতে গণেশ পুজো করে আসছেন তিনি। এ বছরও তাঁর ব্যতিক্রম হল না। তাঁর অর্থাৎ অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যের।

1 / 9
১২ বছর ধরে নিজের হাতে গণেশ পুজো করে আসছেন তিনি। এ বছরও তাঁর ব্যতিক্রম হল না। তাঁর অর্থাৎ অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যের।

১২ বছর ধরে নিজের হাতে গণেশ পুজো করে আসছেন তিনি। এ বছরও তাঁর ব্যতিক্রম হল না। তাঁর অর্থাৎ অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যের।

2 / 9
বাইপাসের ধারে বিলাসবহুল আবাসনে থাকেন ত্রমিলা। গণেশ ঠাকুরের প্রতি তাঁর টান সেই কোন ছোট থেকেই। আগে নিজেই পুজো করতেন। তবে হত দু' বছর ধরে ঠাকুরমশাই ডেকে হচ্ছে পুজো।

বাইপাসের ধারে বিলাসবহুল আবাসনে থাকেন ত্রমিলা। গণেশ ঠাকুরের প্রতি তাঁর টান সেই কোন ছোট থেকেই। আগে নিজেই পুজো করতেন। তবে হত দু' বছর ধরে ঠাকুরমশাই ডেকে হচ্ছে পুজো।

3 / 9
মঙ্গলবার সকাল থেকেই দম ফলার ফুরসৎ পাচ্ছিলেন না ত্রমিলা। নিজের হাতে সামলাচ্ছিলেন সমস্তটা। যত দিন এগচ্ছিল ভিড় বাড়ছিল ততই।

মঙ্গলবার সকাল থেকেই দম ফলার ফুরসৎ পাচ্ছিলেন না ত্রমিলা। নিজের হাতে সামলাচ্ছিলেন সমস্তটা। যত দিন এগচ্ছিল ভিড় বাড়ছিল ততই।

4 / 9
এরই মধ্যে টুক করে নিজেও সেজে নিয়েছিলেন অভিনেত্রী। পরেছিলেন লাল সাদা শাড়ি। সঙ্গে সোনার মানানসই গয়না।

এরই মধ্যে টুক করে নিজেও সেজে নিয়েছিলেন অভিনেত্রী। পরেছিলেন লাল সাদা শাড়ি। সঙ্গে সোনার মানানসই গয়না।

5 / 9
 পুজোর দিনে এরকম সাবেকি লুক ছাড়া ভাবতেই পারেন না তিনি। ওই দিনই আবার ছিল পয়লা আশ্বিন। ত্রমিলার কথায়, "গণেশ পুজো দিয়েই পুজোর মাসটা শুরু হয়। সব আয়োজন নিজেই করে থাকি প্রতি বছর।"

পুজোর দিনে এরকম সাবেকি লুক ছাড়া ভাবতেই পারেন না তিনি। ওই দিনই আবার ছিল পয়লা আশ্বিন। ত্রমিলার কথায়, "গণেশ পুজো দিয়েই পুজোর মাসটা শুরু হয়। সব আয়োজন নিজেই করে থাকি প্রতি বছর।"

6 / 9
এ বছর থিম হিসেবে অভিনেত্রী বেছে নিয়েছিলেন কাশ ফুল। গণেশ ঠাকুর সেজেছিলেন বাহারি কাশফুল আর তালপাতায়। আর খাবারের আয়োজন? সে এক এলাহি কাণ্ড।

এ বছর থিম হিসেবে অভিনেত্রী বেছে নিয়েছিলেন কাশ ফুল। গণেশ ঠাকুর সেজেছিলেন বাহারি কাশফুল আর তালপাতায়। আর খাবারের আয়োজন? সে এক এলাহি কাণ্ড।

7 / 9
 নিজের হাতে ঠাকুরকে ভোগ বেড়ে দেওয়া থেকে শুরু করে আগতদের খেয়াল রাখা-- এ সব কিছুই কার্যত একা হাতেই সামলাচ্ছিলেন তিনি।

নিজের হাতে ঠাকুরকে ভোগ বেড়ে দেওয়া থেকে শুরু করে আগতদের খেয়াল রাখা-- এ সব কিছুই কার্যত একা হাতেই সামলাচ্ছিলেন তিনি।

8 / 9
তবে ত্রমিলার মেয়েও কিন্তু কম যায় না। বয়সে ছোট, তাতে কী? রীতিমতো দায়িত্ব নিয়ে পুজোয় সামিল হতে দেখা গিয়েছিল তাঁকেই। সব মিলিয়ে জমজমাট অনুষ্ঠান, রইল সেই বিশেষ দিনেরই কিছু ছবি।

তবে ত্রমিলার মেয়েও কিন্তু কম যায় না। বয়সে ছোট, তাতে কী? রীতিমতো দায়িত্ব নিয়ে পুজোয় সামিল হতে দেখা গিয়েছিল তাঁকেই। সব মিলিয়ে জমজমাট অনুষ্ঠান, রইল সেই বিশেষ দিনেরই কিছু ছবি।

9 / 9
Ganesh Puja 2023: কাশফুল থিমে রকমারি পদে জমজমাট ত্রমিলার বাড়ির গণেশ পুজো

Next Photo Gallery