TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 23, 2023 | 12:03 PM
যে কোনও চলচ্চিত্র উৎসব মানেই তার রেডকার্পেট চর্চার কেন্দ্রে জায়গা করে নেবে। কান চলচ্চিত্র উৎসবও তার ব্যতিক্রম নয়। বরং এই চলচ্চিত্র উৎসবের রেডকার্পেট নিয়েই সবথেকে বেশি উত্তেজনার পারদ থাকে তুঙ্গে।
কোন সেলেব কী পরছেন, তা দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। ঝড়ের গতিতে ভাইরাল হয়, এক এক সেলেবের লুক। কেউ হন প্রশংসিত, কেউ আবার চরম কটাক্ষের শিকার।
তবে কটাক্ষি যেন সব থেকে বেশি উড়ে আসে নেটিজ়েনদের তরফ থেকে। আর সেই তালিকায় চলতি বছর নাম লেখালেন উর্বশী রাউটেলা। সম্প্রতি তাঁকে দেখা গেল কান-এর রেডকার্পেটে গোলাপী গাউনে।
না, কেবল গাউন নয়, সঙ্গে নজর কাড়ল তাঁর গলায় থাকা কুমিরের নেটলেস এবার চর্চার কেন্দ্রে। এই নেকলেসের দাম কত জানেন? না, এবার আর কষ্ট করে নেটিজ়েনদের খুঁজে বার করতে হল না।
বরং নেটিজ়েনদের হাতেই খোরাক তুলে দিল উর্বশীর টিম। উর্বশী নাকি এই হার গলায় পরতেই তার দাম এক লাফে বেড়ে যায়। ২০০ কোটি থেকে বেড়ে হয়েছে ২৭৬ কোটি।
এখানেই শেষ নয়, তিনি আরও লেখেন, এই হার নাকি পুরুষতন্ত্রের মাঝে মহিলাদের সাফল্যের প্রতিক। ঝড়ের গতিতে ভাইরাল হল এই খবর। এরপরই ট্রোলের শিকার হতে হয় তাঁকে।
কমেন্ট বক্সে চলে ঋষভ পন্থকে নিয়েও চর্চায ঋষভের ভূত যেন তাঁর কাঁধ থেকে নামে, এই প্রার্থনাই ভক্তরা করতে থাকেন ক্রমাগত। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই লুক নিয়েই এবার লাইম লাইটে উর্বশী।
তবে এখানেই শেষ নয়, চর্চার কেন্দ্রে জায়গা করে নিচ্ছে তাঁর ঠোঁটের রংও। একবার ঐশ্বর্য রাই বচ্চন নীল লিপস্টিক লাগিয়ে হয়েছিলেন ট্রোল্ড, এবার সেই একই পথে হাঁটলেন উর্বশী।