
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, বলিউডের অন্যতম চর্চিত জুটি। দুই বছর হল তাঁরা বিয়ের পিঁড়িতে বসেছেন। সংসার করছেন চুটিয়ে।

বিয়ের পরই একের পর এক ছবির কাজে হাত দিয়েছেন অভিনেত্রী ও অভিনেতা। সদ্য মুক্তি পেয়েছে ক্যাটরিনার টাইগার থ্রি। এখনও চলছে প্রেক্ষাগৃহে।

এবার ভিকি কৌশলের পালা, তাঁর ছবির প্রচারের আগে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন একাধিকবার।

আর সেই কথোপকথনের মাঝেই ভিকি কৌশলকে মুখ খুলতে দেখা গেল তাঁর সংসারের অন্দরমহলের কাহিনি নিয়ে।

যাতে হাত ও গালের মাঝে ফাঁক না বোঝা যায়। এরপরই চর্চা ওঠে তুঙ্গে। ঝড়ের গতিতে এভাইরাল হয়েছিল সেই ক্লিপিং। যদিও সবটাই হাসি ও মজার সঙ্গেই দর্শক দরবারে উপস্থাপনা করেছিলেন জুটি। তাঁদের মধ্যে কোনও মানঅভিমানের পালা তখনও ছিল না, বর্তমানেও নেই।

ক্যাটরিনা কইফ- অক্ষয় কুমারকে সূর্যবংশী ছবির একটি দৃশ্যে চড় মারার কথা ছিল ক্যাটের। সেই চড় অভিনয়ের বদলে হয়ে যায় আসল। সপাটে চড় খেয়ে অবাক অক্ষয়।

তাই ভিকি এখন এই বিষয় সম্পূর্ণ ক্যাটরিনার ওপরই নির্ভর করে থাকেন। তাঁকে ছাড়া তিনি পোশাক নিয়ে কোনও সিদ্ধান্ত নেন না।

পাশাপাশি এও জানান, ক্যাটরিনা তাঁর ক্লিং সেভ লুক মোটেও পছন্দ করেন না। ভিকির নতুন লুকই তাঁর পছন্দের।