মিথ্যে বলে ছবি হিট? অন্দরমহলের গোপন সত্যি নিয়ে বেফাঁস করণ

Karan Johar: কিছু সত্যি এমন থাকে তা যেন ওপেল সিক্রেট। অনেকেই আছেন যাঁরা এ বিষয় সম্পর্কে অবগত। কী বিষয় জানেন? তা হল ছবির রিভিউ। অনেকবার অভিনেতাদের বলতে শোনা গিয়েছে, যে রিভিউ রাতারাতি ছড়িয়ে পড়ছে, তার সত্যতা কোথায়?

| Updated on: Jan 02, 2024 | 9:28 PM
তিনি করণ জোহর, অন্দরমহলের কথা তাঁর অজানা নয়। ফলে এবার ছবির প্রচার নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। ফাঁস করে দিলেন গোপন সত্যি।

তিনি করণ জোহর, অন্দরমহলের কথা তাঁর অজানা নয়। ফলে এবার ছবির প্রচার নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। ফাঁস করে দিলেন গোপন সত্যি।

1 / 8
কিছু সত্যি এমন থাকে তা যেন ওপেল সিক্রেট। অনেকেই আছেন যাঁরা এ বিষয় সম্পর্কে অবগত। কী বিষয় জানেন? তা হল ছবির রিভিউ।

কিছু সত্যি এমন থাকে তা যেন ওপেল সিক্রেট। অনেকেই আছেন যাঁরা এ বিষয় সম্পর্কে অবগত। কী বিষয় জানেন? তা হল ছবির রিভিউ।

2 / 8
অনেকবার অভিনেতাদের বলতে শোনা গিয়েছে, যে রিভিউ রাতারাতি ছড়িয়ে পড়ছে, তার সত্যতা কোথায়? যদিও প্রচারের শটকার্ট উপায় ভুয়ো রিভিউ সম্পর্কে অনেকেই অবগত।

অনেকবার অভিনেতাদের বলতে শোনা গিয়েছে, যে রিভিউ রাতারাতি ছড়িয়ে পড়ছে, তার সত্যতা কোথায়? যদিও প্রচারের শটকার্ট উপায় ভুয়ো রিভিউ সম্পর্কে অনেকেই অবগত।

3 / 8
কিন্তু কেউ চট করে তা স্বীকার করে নেন না। এবার তেমনটাই ঘটল। একবাক্যে স্বীকার করে নিলেন করণ জোহর, সিনেপাড়ার অন্দরমহলে এটাই চলে।

কিন্তু কেউ চট করে তা স্বীকার করে নেন না। এবার তেমনটাই ঘটল। একবাক্যে স্বীকার করে নিলেন করণ জোহর, সিনেপাড়ার অন্দরমহলে এটাই চলে।

4 / 8
তাঁর কথায়, ''ছবির ভাল রিভিউর জন্যে অনেক সময় প্রযোজক বা PR টিম নিজেদের প্রতিনিধিকে সিনেমাহলে পাঠান। যাতে ছবির ভাল রিভিউ আসে।

তাঁর কথায়, ''ছবির ভাল রিভিউর জন্যে অনেক সময় প্রযোজক বা PR টিম নিজেদের প্রতিনিধিকে সিনেমাহলে পাঠান। যাতে ছবির ভাল রিভিউ আসে।

5 / 8
তিনি আরও বলেন, ''অনেক সময় এমন কিছু ফিল্ম সমালোচককে দেখবেন,যাঁরা ছবিকে স্টার দিয়ে মান বিচার করেন, পরে তাঁদেরও খুঁজে পাবেন না।''

তিনি আরও বলেন, ''অনেক সময় এমন কিছু ফিল্ম সমালোচককে দেখবেন,যাঁরা ছবিকে স্টার দিয়ে মান বিচার করেন, পরে তাঁদেরও খুঁজে পাবেন না।''

6 / 8
করণ জোহরের এই কথা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি দাবি করেন, কারা এই সমালোচক, তাঁদের খুঁজেও পাওয়া যায় না।

করণ জোহরের এই কথা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি দাবি করেন, কারা এই সমালোচক, তাঁদের খুঁজেও পাওয়া যায় না।

7 / 8
সোশ্যাল মিডিয়ায় রাতারাতি যে রিভিউ পৌঁছে যায়, অনেক সময় প্রযোজক সংস্থা নিজেরাই পাঠান অনেককে ভাল রিভিউ লেখার জন্য, যা আদপে সত্য নয়।

সোশ্যাল মিডিয়ায় রাতারাতি যে রিভিউ পৌঁছে যায়, অনেক সময় প্রযোজক সংস্থা নিজেরাই পাঠান অনেককে ভাল রিভিউ লেখার জন্য, যা আদপে সত্য নয়।

8 / 8
Follow Us: