সলমন খান ও ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক বলিউডের অন্যতম চর্চিত গসিপ। যাঁদের নিয়ে প্রথম থেকেই নানান গুঞ্জন জায়গা করে নিয়েছে বলিউডের অন্দরমহলে।
কখনও প্রকাশ্যে এসেছে তাঁদের প্রেমকাহিনি, কখনও আবার প্রকাশ্যে এসেছে তাঁদের মধ্যে বিচ্ছেদের খবর। সঞ্জয়লীলা ভনসালির ছবি হাম দিল দে চুকে সনম-এ শুট করার সময়ই তাঁরা প্রথম কাছাকাছি আসেন।
সলমন খান প্রথম থেকেই ঐশ্বর্যকে নিয়ে বেশ পজেসিভ ছিলেন। তাঁকে কোথাও যাওয়ার অনুমতি দিতেন না। সব সময় নজরে নজরে রাখতেন।
যার ফলে একটা সময় দমবন্ধ অবস্থা তৈরি হয় বলেই জানান ঐশ্বর্য রাই। জানিয়ে ছিলেন, তিনি সলমন খানের জন্য মানসিক ও শারীরিক নানান সমস্যায় পড়ছিলেন।
যার ফলে একটা সময় তিনি সলমন খানের জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে তা মেনে নিতে পারেননি ভাইজান।
শোনা যায় মধ্য রাতে মদ্যপ অবস্থায় তিনটের সময় ঐশ্বর্যের বাড়ির সামনে হাজির হয়েছিলেন তিনি। কারণ ঐশ্বর্যের পরিবারের কেউ ঐশ্বর্যকে সলমন খানের সঙ্গে দেখা করতে দিচ্ছিলেন না।
সেদিন রাতেই ঐশ্বর্যের পরিবার সলমন খানের নামে পুলিশে অভিযোগ করে। তারপর থেকেই বাড়তে থাকে দুজনের মধ্যে দূরত্ব।
যদিও এই অশান্তি এক দিনে শেষ হয়নি। সলমন খানের জন্য ঐশ্বর্য নাকি বহু কাজ হারিয়েছিলেন বলেও শোনা যায়।