Salman-Aishwarya: রাত ৩টে মদ্যপ সলমনের তাণ্ডব, পুলিশে অভিযোগ দায়ের করেন ঐশ্বর্যের পরিবার
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 16, 2023 | 2:59 PM
Bollywood Gossip: একটা সময় দমবন্ধ অবস্থা তৈরি হয় বলেই জানান ঐশ্বর্য রাই। জানিয়ে ছিলেন, তিনি সলমন খানের জন্য মানসিক ও শারীরিক নানান সমস্যায় পড়ছিলেন। যার ফলে একটা সময় তিনি সলমন খানের জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে তা মেনে নিতে পারেননি ভাইজান।
1 / 8
সলমন খান ও ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক বলিউডের অন্যতম চর্চিত গসিপ। যাঁদের নিয়ে প্রথম থেকেই নানান গুঞ্জন জায়গা করে নিয়েছে বলিউডের অন্দরমহলে।
2 / 8
কখনও প্রকাশ্যে এসেছে তাঁদের প্রেমকাহিনি, কখনও আবার প্রকাশ্যে এসেছে তাঁদের মধ্যে বিচ্ছেদের খবর। সঞ্জয়লীলা ভনসালির ছবি হাম দিল দে চুকে সনম-এ শুট করার সময়ই তাঁরা প্রথম কাছাকাছি আসেন।
3 / 8
সলমন খান প্রথম থেকেই ঐশ্বর্যকে নিয়ে বেশ পজেসিভ ছিলেন। তাঁকে কোথাও যাওয়ার অনুমতি দিতেন না। সব সময় নজরে নজরে রাখতেন।
4 / 8
যার ফলে একটা সময় দমবন্ধ অবস্থা তৈরি হয় বলেই জানান ঐশ্বর্য রাই। জানিয়ে ছিলেন, তিনি সলমন খানের জন্য মানসিক ও শারীরিক নানান সমস্যায় পড়ছিলেন।
5 / 8
যার ফলে একটা সময় তিনি সলমন খানের জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে তা মেনে নিতে পারেননি ভাইজান।
6 / 8
শোনা যায় মধ্য রাতে মদ্যপ অবস্থায় তিনটের সময় ঐশ্বর্যের বাড়ির সামনে হাজির হয়েছিলেন তিনি। কারণ ঐশ্বর্যের পরিবারের কেউ ঐশ্বর্যকে সলমন খানের সঙ্গে দেখা করতে দিচ্ছিলেন না।
7 / 8
সেদিন রাতেই ঐশ্বর্যের পরিবার সলমন খানের নামে পুলিশে অভিযোগ করে। তারপর থেকেই বাড়তে থাকে দুজনের মধ্যে দূরত্ব।
8 / 8
যদিও এই অশান্তি এক দিনে শেষ হয়নি। সলমন খানের জন্য ঐশ্বর্য নাকি বহু কাজ হারিয়েছিলেন বলেও শোনা যায়।