সইফ আলি খান ও অমৃতা সিং, তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ আজও বলিউডের অন্যতম চর্চিত বিষয়। দুইয়ের মধ্যে বিচ্ছেদ হলেও সম্পর্ক চর্চা কমেনি বিন্দুমাত্র।
কেরিয়ারের শুরুতে যথন সইফ সবে পা রাখছেন বলিউডে, অমৃতা তখন প্রতিষ্ঠিত অভিনেত্রী। তখন তাঁর বয়স ৩৩, সইফ ২১।
দুইয়ের মধ্যে প্রেম এতটাই বেড়ে যায় যে তাঁরা সংসার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে কেমন ছিল অন্দরমহলের সমীকরণ?
খোদ অমৃতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অভিনেত্রীদের উপস্থিতিতে তাঁর সমস্যা হয়। আর এতে অস্বাভাবিক কিছু নেই।
অমৃতার কথায়, সইফ যখন অন্য অভিনেত্রীদের সঙ্গে কাজ করেন, তখন তাঁর কাছে সমস্যার তো বটেই। তিনি এই নিয়ে অশান্তিও করে থাকেন।
বাড়িতে সমস্যা হয়, তাঁরা ঝামেলাও করেন। পাশাপাশি তিনি এও বলেন তাঁর এক এক সময় মনে হয় তিনি ফ্রাইপ্যান দিয়ে সইফের মাথা থেঁতলে দেবেন।
আবার কখনও কখনও দুঃখ পেয়ে কেঁদেও ফেলেন। তবে শেষ পর্যন্ত যে তাঁর সন্দেহও সত্যি প্রমাণিত হয়েছিল, তা কারও জানতে বাকি নেই।
কারণ সইফ আলি খান একটা সময়ের পর সিদ্ধান্ত নিয়েছিলেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন। আসেনও তাই। তবে সন্তানদের সঙ্গে তাঁর সম্পর্ক বর্তমান।