Katrina-Deepika: ক্যাটরিনার পাসপোর্ট দেখতে চান দীপিকা? শুনে কী বললেন ক্যাট
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Nov 17, 2023 | 4:53 PM
Bollywood Gossip: দীপিকা কেন করেছিলেন, সেই প্রসঙ্গে কারও কোনও ধারণা ছিল না। তবে এই প্রশ্ন পৌঁছে গিয়েছিল ক্যাটরিনার কাছে। যদিও দীপিকা পরবর্তীতে জানান, কেউ কী মজাও করতে পারবেন না।
1 / 8
দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কইফের মধ্যে সম্পর্কের সমীকরণ যে একটা সময় বেজায় নরম গরম ছিল তা আর বলার অপেক্ষা রাখে না।
2 / 8
কারণ একটাই, এই দুই স্টারই যেন কোথাও গিয়ে একে অপরের উপস্থিতিতে পছন্দ করতেন না। কারণ রণবীর কাপুর। তাঁরা দুজনেই রণবীরের প্রাক্তন।
3 / 8
তবে একটা সময় এক মন্তব্য করে বেজায় অস্বস্তিতে পড়তে হয় দীপিকা পাড়ুকোনকে। তিনি বলে বসেন তিনি ক্যাটরিনার পাসপোর্ট দেখতে চান।
4 / 8
সাধারণত এই দাবি মানুষ বয়স দেখার জন্য কিংবা কটা বিদেশ সফর হয়েছে তা জানার জন্য করে থাকেন।
5 / 8
কিন্তু দীপিকা কেন করেছিলেন, সেই সূত্র কারও জানা ছিল না। তবে এই প্রশ্ন পৌঁছে গিয়েছিল ক্যাটরিনার কাছে। যদিও দীপিকা পরবর্তীতে জানান, কেউ কী মজাও করতে পারবেন না।
6 / 8
তিনি পাল্টা জানিয়েছিলেন তাঁর পাসপোর্ট দেখাতে কোনও অসুবিধে নেই। এরপর দীপিকাকে পাল্টা এই বিষয় জানালে তিনি অস্বস্তিতে পড়ে যান।
7 / 8
তিনি বলেন তিনি নিজেও জানেন না কেন তিনি এই মন্তব্য করেছিলেন। তিনি মজাই করেছিলেন বলে দাবি করেন। বলেন কেন কেউ কারও পাসপোর্ট দেখবেন
8 / 8
পাশে দাঁড়িয়ে থাকা তাঁর সহঅভিনেতাও দীপিকাকে প্রশ্ন করেন, 'তুমি কি কোনও সরকারের কেউ'? ফারহা খানও মজা করে বলেন, সবার পাসপোর্টে ছবি খারাপ আসে, ক্যাটের সুন্দর তাই হয়তো দেখতে চেয়েছেন দীপিকা।