Dirty Secrets: দেখতে ‘গরীবের মতো’! জুহির চিৎকারে ছবি থেকে বাদ যান মনোজ
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Nov 20, 2023 | 6:56 PM
Dirty Secrets: বি-টাউনে কত কী রটে! তবে সব যে রটে এমন ভাবার কোনও কারণ নেই। কিছু জিনিস ঘটেও। এই যেমন জুহি চাওলার অপমান মনোজ বাজপেয়ীকে! মনোজ চুপ থাকলেও সে দিনের সেই ঘটনা কিন্তু চাঁপা থাকেনি। কী হয়েছিল ২০১৬ সালে হিন্দি ছবি 'চক অ্যান্ড ডাস্টার'-এর সেটে? দেখে নেওয়া যাক।
1 / 8
বি-টাউনে কত কী রটে! তবে সব যে রটে এমন ভাবার কোনও কারণ নেই। কিছু জিনিস ঘটেও। এই যেমন জুহি চাওলার অপমান মনোজ বাজপেয়ীকে! মনোজ চুপ থাকলেও সে দিনের সেই ঘটনা কিন্তু চাঁপা থাকেনি। কী হয়েছিল ২০১৬ সালে হিন্দি ছবি 'চক অ্যান্ড ডাস্টার'-এর সেটে? দেখে নেওয়া যাক।
2 / 8
ওই ছবিতে এক কুইজ মাস্টারের ভূমিকায় অভিনয়ের কথা ছিল মনোজের। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতার সঙ্গে সব কথাবার্তাও হয়ে গিয়েছিল প্রযোজকদের। তিনি রাজিও হয়েছিলেন।
3 / 8
প্রথম দিনের শুটে যেই না মনোজ হাজির হন, তখনই ঘটে যায় এক ঘটনা। শোনা যায় তেমনটাই। আর যা ঘটে তা আপনার কল্পনারও অতীত।
4 / 8
ওই শুট বাতিল হয়ে যায়। কারণ, ওই ছবিরই আর এক অভিনেত্রী জুহি চাওলার নাকি মনে হয়েছিল কুইজমাস্টারের চরিত্রে একদমই মানানসই নন মনোজ।
5 / 8
তাঁর নাকি মনে হয়েছিল, মনোজ বাজপেয়ী দেখতে 'গরীবের মতো'। কুইজমাস্টারের চরিত্রে নাকি শৌখিন কাউকেই নেওয়া উচিৎ বলে মনে করেছিলেন জুহি।
6 / 8
পরিচালক জয়ন্ত জিলাটর বারংবার বোঝাতে চেয়েছিলেন জুহিকে। কিন্তু জুহি ছিলেন নিজের সিদ্ধান্তে অনড়। শোনা যায়, সেটে নাকি চিৎকারও শুরু করে দেন তিনি।
7 / 8
বাধ্য হয়েই মনোজকে বাদ দেন পরিচালক। পরিবর্তে নেওয়া হয় ঋষি কাপুরকে। ঘটনা নিয়ে মনোজ মুখ না খুললেও পরবর্তীতে এ নিয়ে হয়েছিল বিস্তর সমালোচনা।
8 / 8
কী করে এমনটা করতে পারলেন জুহি? আর কেনই বা প্রতিবাদ করলেন না মনোজ? কাজ হারানোর ভয় নাকি নিজেকে আরও প্রমাণের তাগিদ... এ প্রশ্নের উত্তর আজও অসম্পূর্ণই।