Bolly Gossip: নয়নতারার জন্য ১৬ বছরে দাম্পত্য ভাঙেন প্রভুদেবা, তাও কেন এক হতে পারলেন না ওঁরা?
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Sep 09, 2023 | 12:03 PM
Bolly Gossip: অভিনয় করবেন ভাবেননি কোনওদিন। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু কপালের লিখন খন্ডাবে কে? নয়নতারা-- দক্ষিণের লেডি সুপারস্টার, এই মুহূর্তে 'জওয়ান'-এর কারণে ট্রেন্ডিং।
1 / 8
অভিনয় করবেন ভাবেননি কোনওদিন। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু কপালের লিখন খন্ডাবে কে? নয়নতারা-- দক্ষিণের লেডি সুপারস্টার, এই মুহূর্তে 'জওয়ান'-এর কারণে ট্রেন্ডিং।
2 / 8
এই মুহূর্তে দুই সন্তানের মা হলেও একদা এই নয়নতারার জীবনেও উঠেছিল ঝড়, জুটেছিল ঘর ভাঙানি তকমা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মহিলা সংগঠন করেছিলেন রাস্তায় নেমে প্রতিবাদ। নেপথ্যে প্রভুদেবার সঙ্গে প্রেম। কী ঘটেছিল তাঁদের মধ্যে
3 / 8
এত প্রেম হওয়া সত্ত্বেও কেন বিয়ে অবধি গড়ায়নি তা? যে প্রেমের কারণে ১৬ বছরের বিবাহিত জীবনও এক মুহূর্তে ছেড়ে বেরিয়ে আসেন প্রভু সেই প্রেম কেন পেল না পরিণতি?
4 / 8
২০০৯ সালে রটে প্রভুদেবার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন নয়নতারা। সে সময় প্রভু বিবাহিত। স্ত্রী লতার সঙ্গে তিনটি সন্তানও রয়েছে তাঁর। প্রথম দিকে তা ছবির প্রচারের জন্য পাব্লিসিটি স্টান্ট মনে করা হলেও ২০১০ সালে প্রভু নিজেই জানিয়ে দেন তাঁর ও নয়নের সম্পর্কের কথা।
5 / 8
চারিদিকে হইচই পড়ে যায়। স্ত্রী লতার কাছ থেকে ডিভোর্সও চেয়ে বসেন প্রভুদেবা। লতা চাননি বিচ্ছেদ। তিনি পাল্টা মামলা দায়ের করেন। দুনিয়ার চোখে ভিলেন হয়ে ওঠেন প্রভু ও তাঁর প্রেয়সী। হয় নিন্দা, চারিদিকে হতে শুরু করে বিক্ষোভ।
6 / 8
তা সত্ত্বেও ২০১০ সালে ডিভোর্স হয়েই যায় প্রভুদেবা ও তাঁর তৎকালীন স্ত্রীর। শোনা যায়। এর পর থেকই লিভ ইন সম্পর্ক চলে যান প্রভুদেবা ও নয়নতারা। কিন্তু এ কী? এর কিছু দিনের মধ্যে তাঁদের প্রেমে চিড় ধরারও খবর আসে।
7 / 8
শোনা যায়, বিয়ে করবেন কথা দিয়েও নাকি বারেবারেই সেই কথা রাখতে ব্যর্থ হচ্ছিলেন প্রভুদেবা। ওদিকে সংসার ভাঙার অভিযোগে ধ্বস্ত হতে হতে হাল ছেড়ে দিয়েছিলেন নয়নতারাও। তাই তিনিই আর প্রভুর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাননি।
8 / 8
সে সব যদিও বহুদিন আগের কথা। বর্তমানে দুই সন্তান ও স্বামী বিজ্ঞেশ শিবানের সঙ্গে সুখে সংসার করছে নয়নতারা। ওদিকে প্রভু দেবা আর বিয়ে করেননি। তাঁর সন্তানদের সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে প্রভুর।