TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 01, 2023 | 7:45 AM
আলিয়া ভাট হোক কিংবা রণবীর কাপুর, করণের সঙ্গে গলায় গলায় ভাব দুজনেরই। একসঙ্গে ছবি করা থেকে শুরু করে পার্টি, সবই চলে এই স্টার জুটির মধ্যে।
১০ বছর হয়ে গিয়েছে বলিউডে দাপটের সঙ্গে কাজ করছেন আলিয়া ভাট। করণ জোহরের সঙ্গে প্রথম কাজ করা তাঁর। এরপর একে একে অনবদ্য অভিনয় করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। কখনও গলি বয়, কখনও আবার রাজি, কেরিয়ারের শুরু থেকেই একের পর এক চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তিনি।
যে করণের বিগ বাজেট ছবিতে ধারাবাহিকভাবে কাজ করছেন রণবীর, সেই কারণকে নিয়েই কটাক্ষ করতেও পিছুপা হননি কাপুর-সন। কফি উইথ করণ শোয়ের বিরুদ্ধে মুখ খুলে ভাইরাল হয়েছিলেন রণবীর কাপুর।
জনপ্রিয় এই টকশো সঞ্চালনা করেন করণ জোহার। যেখান থেকে নিত্যনতুন গসিপ সিনে পাড়ায় উঠে আসতে দেখা যায়। কখনও সম্পর্ক কখনও আবার নেপোটিজ়ম স্বজন পোষণ নিয়ে একাধিকবার হতে দেখা যায় কারন জোহারকে।
সেই শো মোটেও পছন্দ নয় রণবীর কাপুরের। অতীতের এক ভাইরাল ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায় তিনি ও আনুষ্কা শর্মা মোটেও চাননি এই শোতে অংশগ্রহণ করতে।
রীতিমতো জোর করেই তাঁদেরকে নিয়ে আসা হয়েছিল। সেলিব্রিটিদের ডেকে উপার্জন করছেন করণ জোহার। তাতে সেলিব্রিটিদের কি লাভ হচ্ছে প্রশ্ন তুলেছিলেন।
এখানেই শেষ নয়। কফি মিট করেনে যে উপহারের বাক্স সেলিব্রিটিদের দেওয়া হয় তা নিয়ে মুখ খোলেন। জানেন কিছুই থাকেনা সেই বাক্সে। যদিও কারণের সঙ্গে তার এই বিদ্রুপের সম্পর্ক এখন অতীত।
রণবীর কাপুর ও আলিয়া অভিনীত ছবি ব্রহ্মাস্ত্রর প্রযোজক ছিলেন করণ জোহর। আগামীতে আরও দুই পর্ব আসছে এই ছবির। যা নিয়ে বেজায় উত্তেজিত ভক্তরা।