TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Apr 30, 2023 | 9:15 AM
সলমনের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন ক্যাটরিনা কাইফ। বেশ কিছু বছর সম্পর্কে থাকার পর ব্রেক আপ হয় তাঁদের।
তবে শোনা যায়, ব্রেকআপটা মোটেও সুস্থভাবে হয়নি তাঁদের। কেন ব্রেক আপ হয়েছিল তা নিয়ে ধোঁয়াশা।
কেউ বলেন, রণবীরের প্রেমে পড়েই নাকি সলমনকে ছাড়েন ক্যাটরিনা। আরও একদলের মতে, ক্যাটরিনাকে নিজের অঙ্গুলির নির্দেশে রাখতে চান ভাইজান, যা মেনে নিতে পারেননি ক্যাট।
কী হয়েছিল তা অজানা, তবে বিচ্ছেদের পর ক্যাটরিনাকে ছেড়ে কথা বলেননি ভাইজান। প্রকাশ্যেই তাঁকে করেছিলেন অপমান।
বিগবসে আমন্ত্রিত হয়ে আসেন ক্যাটরিনা। সে সময় তাঁর 'তিস মার খাঁ' মুক্তি পাওয়ার কথা। সলমন ক্যাটরিনাকে জিজ্ঞাসা করেন, "ছবিতে তাঁর হিরো কে?"
ক্যাটরিনা অক্ষয়ের নাম নিতেই ভাইজান বলেন, "তুমি অক্ষয় কুমার, সলমন খান সবার সঙ্গেই কাজ করে নিয়েছ। এখন তুমি আবার রণবীর কাপুরকে ধরেছ। এর থেকেও নীচে নামবে কি তুমি? এর থেকেও যুবক কাউকে চাই?"
সলমনের থেকে এ হেন মন্তব্য আশা করেননি ক্যাটরিনা। লজ্জায় লাল হয়ে যায় তাঁর মুখ। ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েন তিনি।
তবে সে সব এখন অতীত। সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়েছে ক্ষোভ। সলমন ও ক্যাটরিনার মধ্যে এখন যদিও আর কোনও বৈরিতা নেই। ক্যাটরিনা ভালবেসে বিয়ে করেছেন ভিকি কৌশলকে। অন্যদিকে আজও সিঙ্গল সলমন খান।