TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jun 02, 2023 | 8:36 PM
তিনি শাহরুখ খান। বলিউডের 'বাদশা' তিনি। গত প্রায় তিন দশক ধরে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন কিং খান। অভিনয়, ব্যক্তিত্ব সব কিছুর জন্যই দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি।
কোনও মেয়ের স্বপ্নের নায়ক, কারও চোখে আবার ভগবান... কিং খানের জায়গাটা অনুরাগীদের কাছে ঠিক এমনই। তবে অনস্ক্রিন শাহরুখ আর অফস্ক্রিনের মধ্যে পার্থক্য রয়েছে কি?
উত্তর হ্যাঁ। পর্দায় মাঝেমধ্যে তাঁকে গুরুগম্ভীর চরিত্রে দেখা গেলেও ব্যক্তি শাহরুখ কিন্তু খুবই মজার মানুষ। টুইটারে মাঝেমধ্যেই বিভিন্ন কমেন্টে মজার রিপ্লাই দিয়ে থাকেন।
একবার এক লাইভ সাক্ষাৎকারের আসরে হাজির হয়েছিলেন বাদশাহ। সেখানে ফ্যানেদের কিছু কমেন্টও পড়তে দেখা যায় তাঁকে
শাহরুখ খান।
যা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। কাউকে এভাবে অপমান করা যায় কি? মাথা গরম না-করে এক মজার উত্তর দেন কিং খান।
তিনি বলেন, "আমি এতটাই বড় হয়ে গিয়েছি যে ছক্কা (ক্রিকেটের ছয়) তো আর হতে পারব না। তাই ছক্কাই না হয় হলাম।"
শাহরুখের এহেন বুদ্ধিদীপ্ত উত্তরের প্রশংসা করেছেন কেউ-কেউ। এত বড় সুপারস্টার ঠাণ্ডা মাথায় ব্যাপারটা সামলে নিলেন, তার প্রশংসা করেছেন অনেকেই।
তথাতথিত সমাজ যেভাবে 'ছক্কা' শব্দটি হেলায় ব্যবহার করে, সেই শব্দকে নিজের সম্পর্কে ব্যবহৃত বিশেষণ হিসেবে গ্রহণ করে এসআরকে আসলে মেইনস্ট্রিমকেই তাঁর স্বভাবসুলভ স্মার্টনেসে এক হাত নিয়েছেন।