Shahrukh-Salman Fight: ২০০৮ সালে কী ঘটেছিল, শাহরুখ সলমনের ঝগড়ার পিছনে ছিল এই সামান্য কারণ
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Nov 17, 2023 | 4:14 PM
Bollywood Gossip: বিভিন্ন অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা যায়। তবে ২০০৮ সালে তাঁদের মধ্যে এক বড় সমস্যা তৈরি হয়। দুই স্টার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা একে অন্যের থেকে মুখ ফিরিয়ে নেবেন। করেছিলেনও তাই। বলিউড তখন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল।
1 / 8
শাহরুখ খান।
2 / 8
সলমন খান, টাইগার থ্রি ছবির মাধ্যমে স্পাই ইউনিভার্সে প্রথম পা রাখলেন তিনি। অর্থাৎ শাহরুখ খান, হৃত্বিক রোশনদের দলে এবার থেকে থাকছেন তিনিও।
3 / 8
''আমি সম্পর্কে ভয় পাই আমার সঙ্গে সংযোগ ছিল এমন কেউ যদি সরে যায় আমার বড্ড বেশি কষ্ট হয়। আমি মৃত্যুতে কষ্ট পাই না তবে সেই ব্যক্তির সঙ্গে সংযোগে আমার বড় যন্ত্রণা হয়।''
4 / 8
টাইগার হল সলমন খানের ফ্রাঞ্চাইজি। কিন্তু যশরাজ ফিলস এই ফ্রাঞ্চাইজ়কে নিজেদের দখলে নিতে চেয়েছিল। অর্থাৎ টাইগার, পাঠান, কবীর একসঙ্গে কাজ করবে।
5 / 8
কখন এই অনুভুতিটা হয় তাঁর জানেন, যখন কোনও সম্পর্ক ভাঙ্গে। একবার এক সাক্ষাতকারে করণ জোহরকে শাহরুখ খান বলেছিলেন ''আমি শুধু তখনই কষ্ট পাই যখন সম্পর্ক ভেঙে যায়।''
6 / 8
শাহরুখ প্রশ্ন করে বসেন, আমি কোথায় এভাবে সংলাপ বলেছি? আমার তো মনে পড়ে না। পরিস্থিতি জটিল হতেই শাহরুখ সবাইকে হাসিয়ে বলেন তিনি মজা করছিলেন। তবে দর্শকদের মত, তিনি যা বলেছেন, সবটাই মন থেকে।
7 / 8
তখন সলমন খান চাহিয়ে দিয়েছিলেন এক মজার শর্ত। তিনি টাইগার থ্রি থেকে এই দুনিয়ার অংশ হতে রাজি হয়ে গিয়েছিলেন।
8 / 8
তেমনটাই পরিকল্পনা মাফিক চলতে থাকে। যদিও একেবারে শুরুতে সমীকরণটা এমন ছিল না। তবে যখন আদিত্য চোপড়া এই প্রস্তাব দিলেন...