‘আমার নামটাই এখন খোরাক’, কেন হঠাৎ এমনটা মনে হল অরিজিতের?
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 25, 2023 | 7:30 AM
Bollywood Gossip: ছবি থেকে শুরু করে অ্যালবাম, প্রতিটা পদক্ষেপে অরিজিৎ বাজিমাত করে চলেছেন। নিজের এই সাফল্য দেখে কেমন লাগে অরিজিতের? সম্প্রতি এক পডকাস্টে তাঁকে প্রশ্ন করা হয়, অরিজিৎ সিং এ নামটা শুনলে কেমন লাগে?
1 / 8
অরিজিৎ সিং, বলিউড থেকে টলিউড কিংবা দক্ষিণ, একের পর এক হিট ছবিতে গান গেয়ে ঝড় তুলেছেন তিনি। বর্তমানে তাঁর গান মানেই সুপারহিট।
2 / 8
ছবি থেকে শুরু করে অ্যালবাম, প্রতিটা পদক্ষেপে অরিজিৎ বাজিমাত করে চলেছেন। নিজের এই সাফল্য দেখে কেমন লাগে অরিজিতের? সম্প্রতি এক পডকাস্টে তাঁকে প্রশ্ন করা হয়, অরিজিৎ সিং এ নামটা শুনলে কেমন লাগে?
3 / 8
অরিজিৎ উত্তর দিতে গিয়ে বেশ কিছুটা ভেবে বললেন, এখন এই নামটা তাঁর ব্যক্তিগত নয়। আগে তিনি এই নাম যখন পরীক্ষার খাতায় লিখতেন, নিজের সঙ্গে সংযোগ খুঁজে পেতেন।
4 / 8
এখন আর পান না। এখন এই নামটা সকলের কাছে একটা ধারণা। এই নামটা সবাই জানেন, আর যে যার মতো করে অরিজিৎ সিংকে দেখেন।
5 / 8
তিনি এখন আর এই নামের সঙ্গে কোনও মিল পান না। তাঁর কাছের মানুষেরা তাঁকে এই নামে ডাকেন না। বরং তিনি বলেন, তাঁর কাছে এখন এই নামটা খোরাক।
6 / 8
তাঁর বন্ধুরা যখন তাঁকে এই নামে ডাকেন, তখন তিনি বুঝতে পারেন যে, তাঁকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে। তিনি যতদিন না জনপ্রিয় হয়েছিলেন ততদিন এই নামটায় তাঁর অধিকার ছিল।
7 / 8
অরিজিৎ সিং-এর কথায়, স্টারদের নিয়ে সকলেরই একটা বিশেষ ধারণা থাকে। সকলেই মনে করেন স্টারদের জীবন ভীষণ সুন্দর গোছানো।
8 / 8
অরিজিতের কথায়, বাস্তবটা মোটেও এমন নয়। বাস্তবের ছবিটা সম্পূর্ণ আলাদা। তাঁরাও সাধারণ মানুষ। একটি গান গেয়ে রাতারাতি কোটিপতি হয়ে যান না। লড়াইটা বর্তমান।