
ইমরান হাসমি ও ঐশ্বর্য রাই বচ্চন, এই দুই নাম যেন একপ্রকার একসঙ্গে নেওয়াই চলে না। একবার ইমরানের করা মন্তব্য ঘিরে বিতর্ক উঠেছিল তুঙ্গে।

ঐশ্বর্য রাই বচ্চনকে তিনি প্ল্যাস্টিক বিউটি বলার কারণে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়। কোণ ঠাসা হয়ে গিয়েছিলেন ইমরান হাসমি।

তবে এই ইমরান হাসমি একবার নাকি ঐশ্বর্যর জন্য টানা ১.৫ ঘণ্টা অপেক্ষা করেছিলেন। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গিয়েছিলেন তিনি।

তখন তিনি ঐশ্বর্যর ভীষণ ভক্ত। সবে মুক্তি পেয়েছে হাম দিল দে চুকে সনম। অন্য একটি ছবির অ্যাসিস্টেন্ট ডিরেক্টর তিনি। কিন্তু পাশেই চলছিল ঐশ্বর্যের শুট।

খবর পেয়ে ঐশ্বর্যের ভ্যানিটি ভ্যানের সামনে এসে উপস্থিত হয়ে যান তিনি। কিন্তু অপেক্ষা ক্রমেই দীর্ঘ হতে থাকে।

কিন্তু ঐশ্বর্য মোটেই মেনে নিতে পারছিলেন না। সেই কারণেই ঐশ্বর্য রাই বচ্চনের ওপর বিরক্ত হয়ে গিয়েছিলেন তিনিয পরবর্তীতে নিজের মন্তব্যের সাফাইও দেন ইমরান।

জানিয়ে দিয়েছিলেন, ঐশ্বর্যের প্রসঙ্গে তিনি ওই মন্তব্য মোটেও করতে চাননি। কারণ একটাই, তিনি ঐশ্বর্যের ভক্ত।

তবে যে শোয়ে এসে তিনি এই মন্তব্য করেছিলেন, সেই শো-তে সকলে এণন ধরনের মন্তব্যই করে থাকেন, আর তিনি চেয়েছিলেন উপহারের বক্স জিতে নিতে।