Rachana-Jisshu: যিশু সেনগুপ্ত ‘গাধা’, নায়কের কোন ভুলে রেগে রচনা?
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 14, 2023 | 2:23 PM
Tollywood Inside: এই কথা আমি ওকে অনেকবার বলেছিল। আর ও জানে আমি এটা ওকে বোলতে পারি। রচনা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই নিজের কাজ নিয়ে ভীষণ সচেতন। কীসের অভিযোগ করলেন অভিনেত্রী...
1 / 8
রচনা বন্দ্যোপাধ্যায়, কেরিয়ারের শুরু থেকেই একের পর এক ভাল ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। একটা সময়ের পর তিনি পর্দা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
2 / 8
এখন তিনি সকলের প্রিয় দিদি নম্বর ১। তিনি এখন সকলের প্রিয় সঞ্চালক। তবে অভিনেত্রীর কীসের এক রাগ কিংবা অভিমান যিশু সেনগুপ্তের ওপর?
3 / 8
একবার অপুর সংসার টক শোয়ে এসে খোলসা করেছিলেন তিনি। তাঁকে প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রিতে গাধা কে? বিন্দু মাত্র না ভেবে তিনি উত্তর দিয়েছিলেন যিশু সেনগুপ্ত।
4 / 8
কারণও খোলসা করে বলে দিয়েছিলেন তিনি। তাঁর কথায় যিশু ভীষণ ভাল অভিনেতা। ও এখন যা করছে, তা ওর অনেক আগেই করা উচিত ছিল।
5 / 8
এরপর রচনা বলেন, এই কথা আমি ওকে অনেকবার বলেছিল। আর ও জানে আমি এটা ওকে বোলতে পারি। রচনা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই নিজের কাজ নিয়ে ভীষণ সচেতন।
6 / 8
তিনি ভীষণ বেছে বেছে কাজ করেন। যিশুর সঙ্গেও কাজ করেছেন তিনি। তবে এখন আর বড় পর্দায় দেখা যায় না তাঁকে।
7 / 8
তবে একটা সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল তিনি কাজ করতে পারেন, যদি তাঁর কাছে তেমন কোনও চরিত্রের প্রস্তাব আসে।
8 / 8
রচনা বন্দ্যোপাধ্যায় এখন ব্যস্ত একাধিক কাজ নিয়ে। যার মধ্যে অন্যতম হল তাঁর ব্যবসা। এখন নিজের সংস্থা নিয়ে যেমন কাজ করছেন, তেমনই আবার সঞ্চালনার কাজও তিনি চালিয়ে যাচ্ছেন পুরো দমে।