Katrina Kaif: ক্যাটরিনা ভাইরাল ফাইট দৃশ্য টোকা? প্রকাশ্যে এ কী বললেন সলমন
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Nov 19, 2023 | 4:39 PM
Bollywood Gossip: ক্যাটরিনার এই ফাইট দৃশ্যও নাকি সেখান থেকেই নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। যদিও ছবিতে সর্বাধিক জনপ্রিয় হয়েছে এই দৃশ্য। এই দৃশ্যে ডিপফেক-এর শিকারও হন ক্যাটরিনা কাইফ। যে ছবি ছড়িয়ে পড়েছিল নেট পাড়ায়। এই দৃশ্য দেখে সকলেই ক্যাটের প্রশংসায় পঞ্চমুখ।
1 / 8
ক্যাটরিনা কাইফ ও সলমন খান, বাস্তবে এই জুটি না বাঁধলেও পর্দায় তাঁরা যতবার একসঙ্গে এসেছেন, ততবারই ইতিহাস তৈরি হয়েছে। বক্স অফিসে ঝড় উঠেছে।
2 / 8
বর্তমানে টাইগার থ্রি চলছে রমরমিয়ে। সেখানেও ক্যাটরিনা ও সলমন-এর জুটি পছন্দ করেন দর্শকেরা। যদিও সলমন খান জানিয়েছিলেন, এর পিছনে থাকা রহস্য।
3 / 8
তাঁর কথায় এই রোম্যান্স সম্ভব হয়েছে কেবল ক্যাটরিনা কাইফের জন্যই। তবে একদিকে তিনি প্রশংসা করলেও, ক্যাটরিনাকে নিয়ে মজা করতে পিছপা হননি তিনি।
4 / 8
কার থেকে টুকলি করলেন তিনি? প্রাথমিকভাবে বেশ কিছু হলিউড ছবির নাম উঠে এলেও এবার সলমন জানালেন অন্য কথা।
5 / 8
কার থেকে টুকলি করলেন তিনি? প্রাথমিকভাবে বেশ কিছপ হলিউড ছবির নাম উঠে এলেও এবার সলমন জানালেন অন্য কথা।
6 / 8
ক্যাটরিনার ভাইরাল এই দৃশ্য নাকি তাঁর 'ও ও জানে জানা' গানের থেকে নেওয়া। কারণ এই গানে সলমন খানের প্রপ ছিল তোয়ালে।
7 / 8
তাই ক্যাটরিনার এই ফাইট দৃশ্যও নাকি সেখান থেকেই নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। যদিও ছবিতে সর্বাধিক জনপ্রিয় হয়েছে এই দৃশ্য।
8 / 8
এই দৃশ্যে ডিপফেক-এর শিকারও হন ক্যাটরিনা কাইফ। যে ছবি ছড়িয়ে পড়েছিল নেট পাড়ায়। এই দৃশ্য দেখে সকলেই ক্যাটের প্রশংসায় পঞ্চমুখ।