Katrina Kaif: ক্যাটরিনা ভাইরাল ফাইট দৃশ্য টোকা? প্রকাশ্যে এ কী বললেন সলমন

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 19, 2023 | 4:39 PM

Bollywood Gossip: ক্যাটরিনার এই ফাইট দৃশ্যও নাকি সেখান থেকেই নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। যদিও ছবিতে সর্বাধিক জনপ্রিয় হয়েছে এই দৃশ্য। এই দৃশ্যে ডিপফেক-এর শিকারও হন ক্যাটরিনা কাইফ। যে ছবি ছড়িয়ে পড়েছিল নেট পাড়ায়। এই দৃশ্য দেখে সকলেই ক্যাটের প্রশংসায় পঞ্চমুখ।

1 / 8
ক্যাটরিনা কাইফ ও সলমন খান, বাস্তবে এই জুটি না বাঁধলেও পর্দায় তাঁরা যতবার একসঙ্গে এসেছেন, ততবারই ইতিহাস তৈরি হয়েছে। বক্স অফিসে ঝড় উঠেছে।

ক্যাটরিনা কাইফ ও সলমন খান, বাস্তবে এই জুটি না বাঁধলেও পর্দায় তাঁরা যতবার একসঙ্গে এসেছেন, ততবারই ইতিহাস তৈরি হয়েছে। বক্স অফিসে ঝড় উঠেছে।

2 / 8
বর্তমানে টাইগার থ্রি চলছে রমরমিয়ে। সেখানেও ক্যাটরিনা ও সলমন-এর জুটি পছন্দ করেন দর্শকেরা। যদিও সলমন খান জানিয়েছিলেন, এর পিছনে থাকা রহস্য।

বর্তমানে টাইগার থ্রি চলছে রমরমিয়ে। সেখানেও ক্যাটরিনা ও সলমন-এর জুটি পছন্দ করেন দর্শকেরা। যদিও সলমন খান জানিয়েছিলেন, এর পিছনে থাকা রহস্য।

3 / 8
তাঁর কথায় এই রোম্যান্স সম্ভব হয়েছে কেবল ক্যাটরিনা কাইফের জন্যই। তবে একদিকে তিনি প্রশংসা করলেও, ক্যাটরিনাকে নিয়ে মজা করতে পিছপা হননি তিনি।

তাঁর কথায় এই রোম্যান্স সম্ভব হয়েছে কেবল ক্যাটরিনা কাইফের জন্যই। তবে একদিকে তিনি প্রশংসা করলেও, ক্যাটরিনাকে নিয়ে মজা করতে পিছপা হননি তিনি।

4 / 8
কার থেকে টুকলি করলেন তিনি? প্রাথমিকভাবে বেশ কিছু হলিউড ছবির নাম উঠে এলেও এবার সলমন জানালেন অন্য কথা।

কার থেকে টুকলি করলেন তিনি? প্রাথমিকভাবে বেশ কিছু হলিউড ছবির নাম উঠে এলেও এবার সলমন জানালেন অন্য কথা।

5 / 8
কার থেকে টুকলি করলেন তিনি? প্রাথমিকভাবে বেশ কিছপ হলিউড ছবির নাম উঠে এলেও এবার সলমন জানালেন অন্য কথা।

কার থেকে টুকলি করলেন তিনি? প্রাথমিকভাবে বেশ কিছপ হলিউড ছবির নাম উঠে এলেও এবার সলমন জানালেন অন্য কথা।

6 / 8
ক্যাটরিনার ভাইরাল এই দৃশ্য নাকি তাঁর 'ও ও জানে জানা' গানের থেকে নেওয়া। কারণ এই গানে সলমন খানের প্রপ ছিল তোয়ালে।

ক্যাটরিনার ভাইরাল এই দৃশ্য নাকি তাঁর 'ও ও জানে জানা' গানের থেকে নেওয়া। কারণ এই গানে সলমন খানের প্রপ ছিল তোয়ালে।

7 / 8
তাই ক্যাটরিনার এই ফাইট দৃশ্যও নাকি সেখান থেকেই নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। যদিও ছবিতে সর্বাধিক জনপ্রিয় হয়েছে এই দৃশ্য।

তাই ক্যাটরিনার এই ফাইট দৃশ্যও নাকি সেখান থেকেই নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। যদিও ছবিতে সর্বাধিক জনপ্রিয় হয়েছে এই দৃশ্য।

8 / 8
এই দৃশ্যে ডিপফেক-এর শিকারও হন ক্যাটরিনা কাইফ। যে ছবি ছড়িয়ে পড়েছিল নেট পাড়ায়। এই দৃশ্য দেখে সকলেই ক্যাটের প্রশংসায় পঞ্চমুখ।

এই দৃশ্যে ডিপফেক-এর শিকারও হন ক্যাটরিনা কাইফ। যে ছবি ছড়িয়ে পড়েছিল নেট পাড়ায়। এই দৃশ্য দেখে সকলেই ক্যাটের প্রশংসায় পঞ্চমুখ।

Next Photo Gallery