‘আমি জাঙ্গিয়া কিনি না’, কেন অন্তর্বাস শপিং-এ সমস্যা শাহরুখের?
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jan 04, 2024 | 5:32 PM
Shah Rukh Khan Secret: তিনি যা রাখেন সবটাই সন্তানদের জন্য সঞ্চিত। তিনি নানান দামি জুতো পরে নজরে আসেন। কিং জানিয়ে দেন সেটাও তাঁর নয়। অধিকাংশই তিনি উপহারে, নয়তো ব্র্যান্ডের জন্য পেয়ে থাকেন। সেই কারণেই তিনি এতটা ফিটফাট থাকেন। শাহরুখ খান ভীষণ সঞ্চয় করেন।
1 / 8
শাহরুখ খান, বলিউডের সুপারস্টার। লক্ষ্য লক্ষ্য তাঁর ভক্তের সংখ্যা। ফলে তিনি কী করছেন, কী খাচ্ছেন, তাঁর লাইফস্টাইল নিয়ে প্রশ্ন কম নেই।
2 / 8
সকলেই কম বেশি কিংকে নিয়ে প্রশ্ন করে থাকেন। শাহরুখ খান কী পরেন, কোন ব্র্যান্ড তিনি পছন্দ করেন, এমন প্রশ্নে নেট দুনিয়ায় গুচ্ছের।
3 / 8
একবার শপিং নিয়ে প্রশ্ন করতে মন খুলে উত্তর দিলেন কিং খান। অনলাইনে তিনি শপিং করেননি কি না, সেই প্রসঙ্গে জানান, তিনি করেন।
4 / 8
বাড়ির জিনিসপত্র কেনেন। বই কেনেন। এমনকি ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে থাকেন তিনি। সমস্যা কেবল একটাতেই। তিনি একটা জিনিস পছন্দ করেন না।
5 / 8
আর তা হল শাহরুখ খানের অন্তর্বাস। জাঙ্গিয়া কিনতে সমস্যা তাঁর। তিনি বলেন, আমি অনলাইনে অন্তর্বাস কিনি না। এটা ছেলেদের জিনিস।
6 / 8
স্পষ্টই সেদিন তিনি জানিয়ে দিয়েছিলেন যে তাঁর অস্বস্তি হয়। তবে শাহরুখ খান নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, যে তিনি মোটেও নিজের জন্য পোশাক কেনেন না।
7 / 8
অধিকাংশ পোশাকই তাঁর স্পনসর। তিনি যা রাখেন সবটাই সন্তানদের জন্য সঞ্চিত। তিনি নানান দামি জুতো পরে নজরে আসেন। কিং জানিয়ে দেন সেটাও তাঁর নয়।
8 / 8
অধিকাংশই তিনি উপহারে, নয়তো ব্র্যান্ডের জন্য পেয়ে থাকেন। সেই কারণেই তিনি এতটা ফিটফাট থাকেন। শাহরুখ খান ভীষণ সঞ্চয় করেন। অযথা পয়সা খরচ করা কোনওদিনই তিনি পছন্দ করেন না।