‘দাদা আর দিদি ছাড়া আমায় কেউ ডাকতে পারে না’, কেন বললেন শতাব্দী?
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Apr 24, 2024 | 11:00 AM
Shatabdi Roy: একবার অপুর সংসার টক শোয়ে মজা করে বলেছিলেন আমায় কেউ দাদা কিংবা দিদি ছাড়া ডাকতে পারে না। কারণ হিসেবে জানিয়েছিলেন এক মজার কথা। ছোটবেলায় তিনি জিন্দাবাদ কথাটা শুনলেই রেগে যেতেন।
1 / 8
চলতি লোকসভা ভোটে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়। যাঁকে নিয়ে বেশ কিছুদিন ধরে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।
2 / 8
ভোট প্রচারে ব্যস্ত তারকা প্রার্থীকে কেন্দ্র করে নানা চজনের নানা মত। কেউ তাঁর ওপর ক্ষোভ উগরে দিয়ে ছাড়ছেন দল, কেউ আবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
3 / 8
সব মিলিয়ে শতাব্দী রায় এখন বেজায় ব্যস্ত। তিনি ভোটের ময়দানে নিজের জায়গা পাকা করতে নিত্যদিন প্রচার চালাচ্ছেন। অভিনয় জগতেও দাপটের সঙ্গে নিজের জায়গা করে নিয়েছিলেন।
4 / 8
একবার অপুর সংসার টক শোয়ে মজা করে বলেছিলেন আমায় কেউ দাদা কিংবা দিদি ছাড়া ডাকতে পারে না। কারণ হিসেবে জানিয়েছিলেন এক মজার কথা।
5 / 8
ছোটবেলায় তিনি জিন্দাবাদ কথাটা শুনলেই রেগে যেতেন। কারণ তাঁর বাবা তাঁকে বারবার বলতেন জিন্দা-বাদ। এই কথায় তাঁর ভীষণ সমস্যা হতো।
6 / 8
কারণ তাঁর বাড়ির ডাক নাম ছিল জিন্দা। তিনি ভাবতেন তাঁকে বাদ দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। তিনি নিজে বলে নিজেই হাসতে শুরু করেন।
7 / 8
পরবর্তীতে যদিও মজা করে তিনি বলেছিলেন, আমায় দিদি-দাদা ছাড়া কেউ ডাকতে পারে না। বিষয়টা ভেঙে বুঝিয়ে দিয়েছিলেন আবার তিনি।
8 / 8
শতাব্দী, অর্থার নামের শেষে দি-মানে দিদি। অন্য়দিকে জিন্দা, অর্থাৎ নামের শেষে দা-মানে দাদা। তাই তিনি বলেছিলেন তাঁকে কেউ দিদি বা দাদা ছাড়া ডাকতে পারে না।