Suchitra Sen: সুচিত্রা সেন কেন অভিনয় ছেড়েছিলেন? আসল কারণ খোলসা করেন মুনমুন
Tollywood Inside: একটা সময় যখন সুচিত্রা সেন অভিনয় থেকে সরে গেলেন, তখন প্রথম যে কারণটা উঠে এসেছিল তালিকায়, তা হল উত্তম কুমার।

তখন উত্তম কুমারের প্রয়াণ ঘটেছে। পর্দা থেকে তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিয়েছিলেন সুচিত্রা সেন।
- টলিউডের স্বর্ণযুগের ইতিহাস বলতে যে অধ্যায়গুলোর কথা সবার আগে মাথায় আসে, তার মধ্যে অন্যতম হল উত্তম-সুচিত্রা যুগ। একের পর এক ছবি হিট। দর্শকদের মনে রাতারাতি জায়গা করেছিলেন কৃষ্ণেন্দু ও রিনা ব্রাউন।
- উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের পর্দার জুটি দর্শকেরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন। কিন্তু পর্দার বাইরে? পর্দার পিছনে তাঁদের সম্পর্কের সমীকরণ কেমন? জানার কৌতুহল ছিল কম বেশি সকলের মনে।
- যদিও সেই জল্পনাও খুব বেশিদিন চাপা থাকেনি। কানাঘুষো শোনা গিয়েছিল গোপন সম্পর্কে লিপ্ত উত্তম-সুচিত্রা। যদিও সেই গসিপে সিলমোহর কোনওদিনই দেননি দুই সেলেবের কেউই।
- একটা সময় যখন সুচিত্রা সেন অভিনয় থেকে সরে গেলেন, তখন প্রথম যে কারণটা উঠে এসেছিল তালিকায়, তা হল উত্তম কুমার। তাঁর সঙ্গে অভিনয় করতে না পারার কারণেই নাকি তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন।
- একবার সুচিত্রা সেনের অভিনয় ছাড়ার প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেত্রী মুনমুন সেন। সাজিনেয়ছিলেন, মা অভিনয় ছেড়েছিলেন চিত্রনাট্যের কারণে।
- ১৯৭০ দশকে ধীরে ধীরে পাল্টে যেতে থাকে ছবির ধরন। পাল্টে যেতে থাকে গল্প। তিনি যে যে পরিচালকদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করতেন তাঁরাও প্রয়াত হয়েছিলেন।
- যার ফলে কীভাবে তিনি ছবির গল্পের সঙ্গে মানিয়ে নেবেন বুঝতে পারছিলেন না। মুনমুন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সুচিত্রা সেন একটা সময় প্রশ্ন করতেন তিনি কার সঙ্গে অভিনয় করবেন।
- তখন উত্তম কুমারের প্রয়াণ ঘটেছে। পর্দা থেকে তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিয়েছিলেন সুচিত্রা সেন।

ভারতের কোন মন্দির সবচেয়ে বেশি জিএসটি দেয় জানেন?

বাড়িতে কীভাবে সহজে বানাবেন হায়দরাবাদী চিকেন হালিম

কখন মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়? প্রেমানন্দ মহারাজ বলেন...

২৩ দিনের রিচার্জের খরচ মাত্র ৭৫ টাকা, জিও এই সস্তার প্ল্যানের কথা জানতেন?

কলকাতায় কোথায় কোথায় জলের দরে ছাতা পাওয়া যায় জানেন?

রমজানে মাসভর উপোস, সতেজ থাকবেন কীভাবে?