Enzo Fernandez: বিশ্বকাপ জয়, সুন্দরী বান্ধবী-সন্তান; ২২ বছরেই ‘সব পেয়েছেন’ মেসি সতীর্থ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Feb 03, 2023 | 7:00 AM

দলবদলের বাজারে বেশ কয়েকদিন ধরে শিরোনামে রয়েছেন সদ্য ফুটবল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড ১২১ মিলিয়ন ইউরো খরচ করে মেসির সতীর্থকে সই করিয়েছে চেলসি।

1 / 8
কাতার ফুটবল বিশ্বকাপ জয়ে অবদান রেখেছিলেন ২২ বছরের মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ। সেই সাফল্যের জেরে ইউরোপের দলগুলিতে এনজোর দাম বেড়েছে চড়চড়িয়ে। শেষ পর্যন্ত বেনফিকা থেকে চেলসিতে এনজোকে নিয়ে আসতে ভারতীয় মুদ্রায় ১০৭৮.২ কোটি টাকা খরচ করেছে প্রিমিয়র লিগের দলটি। (ছবি:ইনস্টাগ্রাম)

কাতার ফুটবল বিশ্বকাপ জয়ে অবদান রেখেছিলেন ২২ বছরের মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ। সেই সাফল্যের জেরে ইউরোপের দলগুলিতে এনজোর দাম বেড়েছে চড়চড়িয়ে। শেষ পর্যন্ত বেনফিকা থেকে চেলসিতে এনজোকে নিয়ে আসতে ভারতীয় মুদ্রায় ১০৭৮.২ কোটি টাকা খরচ করেছে প্রিমিয়র লিগের দলটি। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 8
কেরিয়ার তরতরিয়ে এগোচ্ছে এনজোর। আর্জেন্টাইন তারকার ব্যক্তিগত জীবনও এককথায় 'রকিং'। বাড়িতে রয়েছে সুন্দরী বান্ধবী এবং ফুটফুটে সন্তান।(ছবি:ইনস্টাগ্রাম)

কেরিয়ার তরতরিয়ে এগোচ্ছে এনজোর। আর্জেন্টাইন তারকার ব্যক্তিগত জীবনও এককথায় 'রকিং'। বাড়িতে রয়েছে সুন্দরী বান্ধবী এবং ফুটফুটে সন্তান।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 8
তাই স্ট্যামফোর্ড ব্রিজে একা আসছেন না এনজো। নিয়ে আসছেন ২২ বছরের বান্ধবী ভ্যালেন্টিনা সারভেন্টাসকে।(ছবি:ইনস্টাগ্রাম)

তাই স্ট্যামফোর্ড ব্রিজে একা আসছেন না এনজো। নিয়ে আসছেন ২২ বছরের বান্ধবী ভ্যালেন্টিনা সারভেন্টাসকে।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 8
প্রিমিয়র লিগের 'স্টানিং ওয়্যাগস'দের দলের নতুন সদস্য ভ্যালেন্টিনা সারভেন্টাস। (ছবি:ইনস্টাগ্রাম)

প্রিমিয়র লিগের 'স্টানিং ওয়্যাগস'দের দলের নতুন সদস্য ভ্যালেন্টিনা সারভেন্টাস। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 8
ভ্যালেন্টিনার সঙ্গে এনজোর সম্পর্ক ২০১৯ সাল থেকে।  (ছবি:ইনস্টাগ্রাম)

ভ্যালেন্টিনার সঙ্গে এনজোর সম্পর্ক ২০১৯ সাল থেকে। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 8
এই ইয়াং কাপলের একটি মেয়েও রয়েছে। নাম অলিভিয়া। (ছবি:ইনস্টাগ্রাম)

এই ইয়াং কাপলের একটি মেয়েও রয়েছে। নাম অলিভিয়া। (ছবি:ইনস্টাগ্রাম)

7 / 8
শোনা যায়, ইংরেজির শিক্ষক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ভ্যালেন্টিনা। তখনই পরিচয় হয় তৎকালীন রিভার প্লেটে খেলা এনজো ফার্নান্ডেজের সঙ্গে।(ছবি:ইনস্টাগ্রাম)

শোনা যায়, ইংরেজির শিক্ষক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ভ্যালেন্টিনা। তখনই পরিচয় হয় তৎকালীন রিভার প্লেটে খেলা এনজো ফার্নান্ডেজের সঙ্গে।(ছবি:ইনস্টাগ্রাম)

8 / 8
বেনফিকায় সই করার পর ভ্যালেন্টিনাকে নিয়ে লিসবনে চলে যান এনজো। তার আগেই মেয়ে অলিভিয়ার জন্ম হয়েছিল। (ছবি:ইনস্টাগ্রাম)

বেনফিকায় সই করার পর ভ্যালেন্টিনাকে নিয়ে লিসবনে চলে যান এনজো। তার আগেই মেয়ে অলিভিয়ার জন্ম হয়েছিল। (ছবি:ইনস্টাগ্রাম)

Next Photo Gallery