
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে সুপার ওভার ও বোল আউট মিলিয়ে এখন সব থেকে বেশি জয় (৪৩টি ম্যাচে) ইংল্যান্ডের ক্যাপ্টেন ইওন মর্গ্যানের দখলে। এই রেকর্ডে পৌঁছতে মর্গ্যানের লেগেছে ৬৮টি ম্যাচ। (ছবি-টি-২০ বিশ্বকাপ টুইটার)

কুড়ি-বিশের আন্তর্জাতিক ক্রিকেটে ৭২টি ম্যাচে অধিনায়কত্ব করে সুপার ওভার ও বোল আউট মিলিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৪২টি ম্যাচে জিতেছিলেন। (ছবি-টুইটার)

চলতি টি-২০ বিশ্বকাপে অবসর নেওয়া আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক অসগর আফগান ৫২টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলে সুপার ওভার ও বোল আউট মিলিয়ে ৪২টি ম্যাচে জিতেছিলেন। (ছবি-আফগানিস্তান ক্রিকেট বোর্ড টুইটার)

এ বারের টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত চার চারটে ম্যাচে জিতে টিম-১ এর মগডালে রয়েছেন বাটলাররা। সেই সঙ্গে সেমিফাইনাল কার্যত পাকা করে ফেলেছে ইংলিশব্রিগেড। (ছবি-ইংল্যান্ড ক্রিকেট বোর্ড টুইটার)