Eoin Morgan: আন্তর্জাতিক টি-২০-তে ধোনি-অসগরকে ছাপিয়ে ক্যাপ্টেন হিসেবে মর্গ্যানের নয়া রেকর্ড

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 02, 2021 | 10:37 AM

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) দুরন্ত ছন্দে রয়েছে ইংল্যান্ড (England)। সেই সঙ্গে সোমবারের ম্যাচে শ্রীলঙ্কাকে (Sri Lanka) হারিয়ে তাঁদের ক্যাপ্টেনও গড়ে ফেললেন এক নয়া নজির। চলতি বিশ্বকাপে লঙ্গানদের হারিয়ে ইওন মর্গ্যান (Eoin Morgan) ছাপিয়ে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং সদ্য অবসর নেওয়া আফগানিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন অসগর আফগানকে (Asghar Afghan)। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে (T20I) ক্যাপ্টেন হিসেবে সুপার ওভার ও বোল আউট ম্যাচ মিলিয়ে সব থেকে বেশি ম্যাচে ক্যাপ্টেন হিসেবে জয়ের নজির গড়লেন মর্গ্যান।

1 / 4
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে সুপার ওভার ও বোল আউট মিলিয়ে এখন সব থেকে বেশি জয় (৪৩টি ম্যাচে) ইংল্যান্ডের ক্যাপ্টেন ইওন মর্গ্যানের দখলে। এই রেকর্ডে পৌঁছতে মর্গ্যানের লেগেছে ৬৮টি ম্যাচ। (ছবি-টি-২০ বিশ্বকাপ টুইটার)

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে সুপার ওভার ও বোল আউট মিলিয়ে এখন সব থেকে বেশি জয় (৪৩টি ম্যাচে) ইংল্যান্ডের ক্যাপ্টেন ইওন মর্গ্যানের দখলে। এই রেকর্ডে পৌঁছতে মর্গ্যানের লেগেছে ৬৮টি ম্যাচ। (ছবি-টি-২০ বিশ্বকাপ টুইটার)

2 / 4
কুড়ি-বিশের আন্তর্জাতিক ক্রিকেটে ৭২টি ম্যাচে অধিনায়কত্ব করে সুপার ওভার ও বোল আউট মিলিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৪২টি ম্যাচে জিতেছিলেন। (ছবি-টুইটার)

কুড়ি-বিশের আন্তর্জাতিক ক্রিকেটে ৭২টি ম্যাচে অধিনায়কত্ব করে সুপার ওভার ও বোল আউট মিলিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৪২টি ম্যাচে জিতেছিলেন। (ছবি-টুইটার)

3 / 4
চলতি টি-২০ বিশ্বকাপে অবসর নেওয়া আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক অসগর আফগান ৫২টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলে সুপার ওভার ও বোল আউট মিলিয়ে ৪২টি ম্যাচে জিতেছিলেন। (ছবি-আফগানিস্তান ক্রিকেট বোর্ড টুইটার)

চলতি টি-২০ বিশ্বকাপে অবসর নেওয়া আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক অসগর আফগান ৫২টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলে সুপার ওভার ও বোল আউট মিলিয়ে ৪২টি ম্যাচে জিতেছিলেন। (ছবি-আফগানিস্তান ক্রিকেট বোর্ড টুইটার)

4 / 4
এ বারের টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত চার চারটে ম্যাচে জিতে টিম-১ এর মগডালে রয়েছেন বাটলাররা। সেই সঙ্গে সেমিফাইনাল কার্যত পাকা করে ফেলেছে ইংলিশব্রিগেড। (ছবি-ইংল্যান্ড ক্রিকেট বোর্ড টুইটার)

এ বারের টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত চার চারটে ম্যাচে জিতে টিম-১ এর মগডালে রয়েছেন বাটলাররা। সেই সঙ্গে সেমিফাইনাল কার্যত পাকা করে ফেলেছে ইংলিশব্রিগেড। (ছবি-ইংল্যান্ড ক্রিকেট বোর্ড টুইটার)

Next Photo Gallery